রংপুরে কোরবানির পশুর হাট গুলোতে ভিড় বেড়েছে ক্রেতা-বিক্রেতাদের | RCTV News Rangpur
Автор: RCTV
Загружено: 2024-06-13
Просмотров: 8079
Описание:
আর.সি. টিভির সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ । সাবস্ক্রাইব করে আর.সি. টিভির সাথেই থাকুন ।
জমে উঠেছে কোরবানির পশুর হাট
চলতি বছর ঈদুল আজহায় রংপুরের আট উপজেলার ৯১টি হাটে কোরবানির পশু বিক্রি করা হচ্ছে। এসব হাটে পশু কিনতে ভিড় করছেন ক্রেতারা। তবে হাটে সাধারণ ক্রেতার চেয়ে বেপারিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার বেপারিরা রংপুর থেকে গরু কিনে নিয়ে যাচ্ছেন। অন্যদিকে সাধারণ ক্রেতারা হাট ঘুরে গরুর দাম যাচাই করে দেখছেন।
রংপুরের কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের ভিড় বেড়েছে। তবে বিগত বছরের তুলনায় এবার হাটে পশু বেশি উঠলেও বিক্রি কম হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের সাধ থাকলেও এবার অনেকে পশু কিনতে পারছেন না।
বিক্রেতারা জানান, ফিড, ভূসি, ঘাসসহ গো-খাদ্যের দাম বৃদ্ধির কারণে এবার গরু লালন-পালন করতে বেশি ব্যয় করতে হয়েছে। ফলে গরুর যে মূল্য দাঁড়িয়েছে তা অনেক সাধারণ ক্রেতার সাধ্যের বাইরে চলে গেছে। তাই এ বছর হাটে পর্যাপ্ত কোরবানির পশু আসলেও বিক্রি হচ্ছে অনেক কম।
ক্রেতারা জানিয়েছেন বাজারে এবারে গরুর মূল্য বেশ চড়া।
রংপুর জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় এ বছর ২ লাখ ৮৩ হাজার ৭৩৮টি কোরবানির পশু মোটাতাজাকরণ করা হয়েছে। এ বছর জেলাজুড়ে কোরবানির পশুর চাহিদা রয়েছে ২ লাখ ১৬ হাজার ৫২৩টি। তাই এ বছর ৬৭ হাজার ২১৫টি কোরবানির পশু ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাবে বলে আশা করছে প্রাণিসম্পদ বিভাগ।
/ rctvonline.rg
/ rctvonline.rg
#news
#rctv
#rangpur
#আরসিটিভি
#সংবাদ
#rctvrangpur
#qurbanicowhaat
#eiduladha2024date
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: