আল্লাহর অফুরন্ত ক্ষমা | আয়াতের গল্প
Автор: আয়াতের গল্প
Загружено: 2025-09-14
Просмотров: 581
Описание:
আল্লাহর অফুরন্ত ক্ষমা | আয়াতের গল্প
আল্লাহর রহমত অসীম ও সীমাহীন। তিনি আরশের মালিক, আকাশ ও জমিনের স্রষ্টা । বান্দার প্রতি তাঁর দয়া সাগরের ঢেউয়ের মতো অনন্ত। মানুষের পাপ যত বড়ই হোক না কেন, যদি বান্দা আন্তরিকভাবে তওবা করে তাঁর দিকে ফিরে আসে, আল্লাহ তাঁর দয়া দিয়ে সেই পাপকে ক্ষমা করে দেন। আল্লাহর রহমত এত বিস্তৃত যে তা শুধু মানুষের উপর নয়, বরং সমগ্র সৃষ্টির উপর ছড়িয়ে আছে—আকাশে, জমিনে, পশু-পাখি, গাছপালা, এমনকি মানুষের হৃদয়ের শান্তিতেও।
আল্লাহ নিজেই বলেছেন, “আমার রহমত সমস্ত কিছুকে পরিব্যাপ্ত করেছে।” (সূরা আ’রাফ: ১৫৬)
তাঁর রহমত সীমাহীন; মানুষের জ্ঞান, বুদ্ধি বা কল্পনা দিয়ে এর পরিসীমা ধরা সম্ভব নয়। পৃথিবীতে মা তার সন্তানের প্রতি যে দয়া ও মমতা দেখায়, তা আল্লাহর রহমতের একটি ক্ষুদ্র অংশ মাত্র। বাকি অসংখ্য অংশ আল্লাহ কেয়ামতের দিনে তাঁর বান্দাদের জন্য সংরক্ষণ করে রেখেছেন।
সুতরাং আল্লাহর রহমতের কোন সীমা নেই—তিনি যে কাউকে, যেকোন সময়, যত পাপই করে থাকুক না কেন, ক্ষমা করতে পারেন এবং দয়া করতে পারেন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: