মুসলমান কাকে বলে??? উত্তরাধিকার সূত্রে বা জন্মসূত্রে কি মুসলমান হওয়া যায়???
Автор: Juger imam er golam
Загружено: 2025-08-10
Просмотров: 15
Описание:
এটি 'মুক্তি কোন পথে' কিতাবের প্রথম প্রশ্ন।
মুসলমান কাকে বলে?? উত্তরাধিকার সূত্রে বা জন্মসূত্রে মুসলমান হওয়া যায় কি??
প্রশ্ন ১। মুসলমান কাকে বলে? উত্তরাধিকার সূত্রে বা জন্মসূত্রে মুসলমান হওয়া যায় কি?
উত্তর: ইসলামالاسلام শব্দ থেকে মুসলিম المُسلِم শব্দের উৎপত্তি। উভয় শব্দেরই মাদ্দাহ তথা শব্দমূল সিলমুন, যার অর্থ শান্তি। ইসলাম لإِسْلَامُ শব্দের অর্থ আত্মসমর্পণ করা, বশ্যতা স্বীকার করা, নিজেকে সমর্পণ করে দেওয়া। অন্যদিকে মুসলমানمُسْلِمُ শব্দের অর্থ-আত্মসমর্পণকারী, বশ্যতা স্বীকারকারী, শান্তিতে বসবাসকারী। মহান আল্লাহ্ হযরত ইব্রাহীম (আ.)-কে শান্তি ও মুক্তির পথনির্দেশনা দেওয়ার জন্য ইসলাম ধর্মের আদর্শ শিক্ষা দিতে গিয়ে নির্দেশ করেন- আসলিম ﴾أَسْلِمٌ অর্থাৎ : 'আত্মসমর্পণ করুন'। জবাবে হযরত ইব্রাহীম (আ.) পূর্ণ আত্মসমর্পণ করে বলেন- আসলামতু লিরাব্বিল আলামীন أَسْلَمْتُ لِرَبِّ الْعَلَمِينَ﴿ অর্থাৎ : “আমি জগতসমূহের প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করলাম।" (সূরা-আল বাকারাহ-২: আয়াত-১৩১)
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: