রাঙামাটির গহীন অরণ্যে ধুপপানি ঝর্ণা | Muppochora | No-Kata | Dhuppani | মুপ্পোছড়া,ন-কাটা | Rangamati
Автор: Travel On The Go
Загружено: 2022-09-04
Просмотров: 446
Описание:
#Dhuppani #Muppochora #No_Kata
গহীন অরণ্যের ধুপপানি ঝর্ণা | Muppochora | No-Kata | ধুপপানি,মুপ্পোছড়া,ন-কাটা | Rangamati
• রাঙামাটির গহীন অরণ্যে ধুপপানি ঝর্ণা | Mupp...
Dhuppani Link
• ধুপপানি ঝর্ণা-Dhuppani Waterfall | Bilaich...
ধুপপানি ঝর্ণা— মুপ্পোছড়া ঝর্ণা— নকাটা ঝর্ণা
ধুপপানি ঝর্ণা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার একটি ঝর্ণা যা ফারুয়া ইউনিয়নের ওড়াছড়ি নামক স্থানে অবস্থিত। স্থানীয়রা দুপপানি ঝর্ণা নামেও ডেকে থাকে। স্থানীয় শব্দে ধুপ অর্থ সাদা আর পানি যুক্ত করে এটিকে সাদা পানির ঝর্ণাও বলা হয়।
ঢাকা- কাপ্তাই- বিলাইছড়ি
প্রথম দিন:
বিলাইছড়ি থেকে সকালে বোটে রওনা দিলে ৩০ মিনিট পর পৌছে যাবেন মুপ্পোছড়া ট্রেইলের মাথায় (বাঙ্গালকাটা)। মাঝিকে বলে রাখলে মাঝিই গাইড ঠিক করে রাখবে (৫০০ টাকা- Fixed)।প্রায় ১:৩০ ঘণ্টা ট্রেকিং এর পর নকটা ঝর্ণা পৌছাবেন । এরপর আরও ২০ মিনিট হাটার পর পৌছে যাবেন মুপ্পোছড়া ঝর্ণায়।বোট ভাড়া-৫০০ টাকা।এভাবেই প্রথম দিনের যাত্রা শেষ করে হোটেল এ ফিরবেন। খেয়ে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পরবেন কারন পরের দিন ভরে ৫ টায় উঠতে হবে।
দ্বিতীয় দিন:
পরের দিন ৫.৩০ থেকে ৬.০০ টার ভিতর বের হয়ে যাবেন সকালের খাবার নিয়ে। বোটেই খাবার সেরে নিবেন, প্রায় ২ ঘণ্টা পর উলুছড়ি পৌছে যাবেন বোটে।পথে ২ টা আর্মি চেকপোস্ট পড়বে।ভোটার আইডি কার্ড এর ফটোকপি দিতে হবে।উলুছড়ি থেকে গাইড নিয়ে প্রায় ২ ঘণ্টা ট্রেকিং এর পর ধুপপানি ঝর্ণায় পৌছাবেন।এর এক ঝলক আপনার ৪:৩০ ঘণ্টার জার্নিকে ভুলিয়ে দিবে।এত বাতাস ছিল যে ব্যালেন্স রাখা কষ্টকর হয়ে দাঁড়ায়।১০০ ফুটেরও বেশি উচ্চতার এই ঝর্ণার পানি নিচে পরতে পরতে চূর্ণ - বিচূর্ণ হয়ে ধোয়ার সৃষ্টি করে।এই জন্যই এর নামকরণ করা হয়েছে ধূপপানি ঝর্ণা। পথে ৪ টা পাহাড় পার করতে হবে।গাইড ভাড়া-(৫০০-৭০০ টাকা), ভোট ভাড়া- (২৫০০-৩০০০ টাকা)।
বিঃদ্রঃ সকল ধরণের ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত ছিলাম।তাই সবার কাছে বিনীত অনুরোধ থাকবে যেখানেই যান না কেন যাতে প্রকৃতির কোন ক্ষতি না হয় আপনার কারণে।
যা যা সাথে থাকতেই হবে :
১) ভোটার আইডি কার্ড ৫ কপি ফটোকপি।
২) যথেষ্ট পরিমান পলিথিMuppochora ক করার উপযোগী জুতা / সেন্ডেল।
৪ ) সাথে পর্যাপ্ত পরিমান শুকনা খাবার ও পানি নিয়ে যাবেন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: