জান্নাতের খাবার কেমন হবে | Jannat | জীবনের বাণী
Автор: জীবনের বাণী
Загружено: 2024-07-07
Просмотров: 884
Описание:
জান্নাতের খাবার কেমন হবে | Jannat | জীবনের বাণী
মানুষের আশার শেষ নেই। প্রতিনিয়ত কত আশা করে সে। কত স্বপ্ন বুকের মাঝে লালন করে। কিন্তু কিছু স্বপ্ন স্বপ্নই থেকে যায়। রূপ পায় না বাস্তবের। দুনিয়ায় তার সব আশা পূরণ হবে না; বরং জান্নাতেই তার সব আশা পূরণ হবে। সেখানে তার কোনো ইচ্ছাই অপূর্ণ থাকবে না। থাকবে না সেখানে সুখণ্ডশান্তির অন্ত। আরামণ্ডআয়েশের জন্য যা যা প্রয়োজন তার সব কিছুই থাকবে তাতে। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, 'আর সেখানে (জান্নাতে) রয়েছে, তোমাদের কাঙ্ক্ষিত এবং চোখ জুড়ানো সব কিছু। তোমরা তথায় চিরকাল বসবাস করবে। আর এই যে, তোমরা জান্নাতের উত্তরাধিকারী হয়েছ, এটা তোমাদের কর্মের ফল।' (সুরা যুখরুফ: ৭১-৭২)
জান্নাত যেমন অকল্পনীয়, তেমনি তার নেয়ামত ও হবে অকল্পনীয়। প্রিয়নবী (সা.) এরশাদ করেছেন, 'আল্লাহতায়ালা বলেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন সব বস্তু তৈরি করে রেখেছি, যা কখনও কোনো চক্ষু দেখেনি, কোনো কান শোনেনি, যা সম্পর্কে কোনো মানুষের মনে কোনো ধারণাও জন্মেনি।' (মুসলিম: ৭০২৪)
জান্নাতিরা জান্নাতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তাদের মাছের কলিজা দিয়ে নাস্তা দেওয়া হবে।
#জান্নাত #জান্নাতের_খাবার #জান্নাতের_বর্ণনা #jannah
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: