মাৎস্যন্যায় কি?What is Matsya Nyaya?
Автор: Lights Way
Загружено: 2024-02-24
Просмотров: 660
Описание:
মাৎস্যন্যায় বা অরাজকতার যুগ:
রাজা শশাঙ্কের মৃত্যুর পর আনুমানিক ৬৫০ খ্রি: থেকে ৭৫০ খ্রি:
পর্যন্ত প্রায় একশত বছরের বেশি সময় ধরে গৌড় /বাংলায়
শাসন ব্যবস্হা খুবই অস্থিতিশীল ছিলো। এসময় বাংলায় কোন
শক্তিশালী রাজার আগমন ঘটেনি।ফলে দেশটি অনেক ছোট
ছোট রাজ্যে বিভক্ত হয়ে পড়ে এবং তাদের পারস্পরিক যুদ্ধ -
বিগ্রহের ফলে ভীষণ অরাজক ও অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়।
মাৎস্যন্যায় ( Matsya Nyaya) কি?
রাজা শশাঙ্কের মৃত্যুর পর থেকে পাল রাজবংশের অভ্যুদয়ের পূর্ব পর্যন্ত (আনুমানিক ৬৫০ খ্রিস্টাব্দ থেকে ৭৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত)এই প্রায় ১০০ বছর
বাংলার রাজনীতিতে বিরাজমান চরম
বিশৃঙ্খলাপূর্ণ ও নৈরাজ্যকর অবস্থাকেই
‘মাৎস্যন্যায়ম্’ বা ‘মাৎস্যন্যায়’ বলে বলা হয়।
অর্থাৎ মৎস্যকূলে বড় মাছ ছোট মাছকে গিলে খায় তেমনি বাংলার এই সময়
শক্তিমানেরা দুর্বলদের উপর নিরন্তর অত্যাচার চালিয়ে যাচ্ছিলো।
পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে নির্বিচারে গিলে ফেলে, তেমনি
অরাজকতার সুযোগে তখন বাংলায় সবলেরা দুবর্লদের ওপর যথেচ্ছ শোষণ
চালাতো।
তাই সমকালীন পুঁথিতে সেসময়কে ‘মাৎস্যন্যায়' বলা হয়েছে। এসময় দেশের জনসাধারণের দুঃখ -দুর্দশার অন্ত ছিলো না।
ব্যবসা-বানিজ্য বিপর্যস্ত হয়ে পড়েছিলো।সর্বোপরি বাংলার প্রধান পোতাশ্রয় তাম্রলিপ্ত ধ্বংসপ্রাপ্ত হয়েছিলো।তৎকালীন সমসাময়িক লিপিতে, খালিমপুর তাম্রশাসনে ও সন্ধ্যাকর নন্দীর ‘রামচরিতম’ কাব্যে সেই সময়ের বাংলার
নৈরাজ্যকর অবস্থা ‘মাৎস্যন্যায়’ এর উল্লেখ পাই।
মাৎস্যন্যায় শব্দের উৎপত্তি:
সংস্কৃত শব্দ ‘মাৎস্যন্যায়ম’ থেকে বাংলায় ‘মাৎস্যন্যায়’ শব্দটি এসেছে। মাৎস্যন্যায় এর আক্ষরিক অর্থ ‘মাছের ন্যায়’।
মাছেদের জগতে বর মাছ যেমন ছোট ছোট মাছ খেয়ে ফেলে
তেমনি মানবসমাজে দুর্বলেরা সবলদের হাতে, ক্ষমতাহীনরা শোষিত
হয় ক্ষমতাবানদের হাতে।এভাবে অরাজকতা আর বিশৃঙ্খলা গ্রাস
করে পুরো সমাজ ও রাষ্ট্রকে।সমাজ থেকে হারিয়ে যায় নিয়ম ও সমতা।
যেহেতু সেসময় সমাজে এরূপ অবস্থা বিরাজমান ছিলো তাই সমকালীন পুঁথিতে সেই সময়কে ‘মাৎস্যন্যায়’ বলা হয়েছে।
আল্লাহ হাফেজ
২৪.০২.২০২৪
#মাৎস্যন্যায় #MatsyaNyaya #Matsya_Nyaya
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: