বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি হলো কফি গাছের চারা bondor tv
Автор: Bondor Tv
Загружено: 2022-09-17
Просмотров: 460
Описание:
বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারত থেকে প্রচুর পরিমান কফি গাছের চারা সহ বিভিন্ন ধরনের ফুল ও ফলের চারা আমদানি করা হয়েছে।
১১ ই সেপ্টেম্বর রবিবার সকাল ৯ টার সময় ভারত থেকে ২৪ হাজার কফিসহ বিভিন্ন ফুল ও ফলের চারা গাছ নিয়ে বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে।
চারা আমদানি কারক মোঃ শহিদ হোসেন জানান, দেশের রাঙ্গামাটি ও খাগড়াছড়ি পাহাড়ি অঞ্চলে সরকারী প্রকল্পে এই কপি গাছের চারা রোপন করা হবে। এতে করে দেশে কপির চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানী করা স্বম্ভব হবে, এবং অনেক বৈদেশিক মুদ্রা অর্জন হবে, এই কফি গাছের চারা সর্বপ্রথম আনা হলো,এবং এই কফি চারা গাছ বাংলাদেশের আবহাওয়া ও মাটির অনুকুলে যদি হয়, তাই সরকার খাগড়াছড়ির পাহাড়ি অঞ্চলে এই চারা রপোণের প্রকল্প টি হাতে নিয়েছে।
এই কপি গাছের চারা ভারতের কেরেলা রাজ্য থেকে আমদানি করা হয়।
এই চারার রপ্তানীকারক হলো ভারতের মা-তারা নামের একটি প্রতিষ্ঠান এবং আমদানকিারক বেনাপোলের সুপ্্িরম এক্সপোর্ট,প্রথম চালানে দুইটি কন্সারম্যান্টে ১২ হাজার কফি চারা ও ১২ হাজার বিভিন্ন ফুল ও ফলের সর্বমোট ২৪ হাজার চারা গাছ আমদানী করা হয়েছে।
আমদানিকারক আরও জানান, চারার বৈশিষ্টর কথা এই ফলের গাছগুলো ভিন্ন প্রজাতির যা আমাদের দেশে পাওয়া যায়না। যেমন আমদানিকৃত কাঠাঁল গাছের চারা যা পেকে উঠলে বাইরের অংশ সম্পুর্ন লাল আর ভিতরে কষ গুলো গোলাপি রংয়ের হবে। এছাড়া কিছু গাছ আছে যাতে বার মাস ফলন ধরবে ও উচ্চ ফলনশিল এবং কিছু পাতা বাহার ফুলের চারা আছে যা আমাদের দেশের সাধারন পাতা বাহারের চেয়ে ভিন্ন যেমন এই চারার পাতা বিভিন্ন ধরনের রংয়ের এবং আকারেও একটু ভিন্ন জাতের হবে। bondor tv
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: