Shalman Shah Unreleased Song || ঠান্ডা ঠান্ডা অঙ্গে আমার লেগেছে প্রেমেরেই আগুন
Автор: New Eagle Audio
Загружено: 2023-10-22
Просмотров: 4596
Описание:
এম এম সরকার পরিচালিত ‘‘চাওয়া থেকে পাওয়া’’ সিনেমার ‘‘ঠাণ্ডা ঠাণ্ডা অঙ্গে আমার লেগেছে প্রেমেরি আগুন’’ শিরোনামের এই গানে অভিনয় করে যেতে পারেননি মহানায়ক সালমান শাহ্। তার আগেই তিনি সবাইকে শোকের সাগরে ভাসিয়ে চিরতরে চলে যান না ফেরার দেশে। যার কারণে মুল সিনেমায় এই গানটি রাখা হয়নি। আবার এই গানের অডিও ভার্সনও অনেকেই শুনেন নি।
মহানায়ক সালমান শাহ্ যদি গানটিতে অভিনয় করে যেতে পারতেন তাহলে আরেকটি অসাধারণ গান দেখতে এবং শুনতে পেতেন তাঁর ভক্তরা। আমরা সবাই জানি আর কোনদিন নতুন কোন রূপে নতুন ভাবে ক্যামেরার সামনে দাড়াবেননা আমাদের প্রাণের নায়ক সালমান শাহ্।
মহানায়কের একজন ক্ষুদ্র ভক্ত হিসেবে, অপ্রকাশিত এই গানটির অডিও এর সাথে সালমান শাহ্ অভিনীত দৃশ্য সংযোজন করে সালমান শাহ্ কে নতুন ভাবে উপস্থাপন করার চেষ্ট করেছি।
আশাকরি সালমান শাহ্ ভক্তরা গানটি উপভোগ করবেন। ভক্তদের এমন নির্মল ভালোবাসার কল্যাণেই সালমান শাহ্ অনন্তকাল সকলের অন্তরে অন্তরে বিচরণ করবেন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: