ভক্তদের কাছে দোয়া চাইলেন তাসরিফ খান! Tasrif Khan । Bijoy TV
Автор: BIJOY TV
Загружено: 2023-03-09
Просмотров: 1717
Описание:
#তাসরিফ_খান #Tasrif_Khan
তরুণ গায়ক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় মুখ তাসরিফ খান। সম্প্রতি এই তরুণ সমাজ সেবক ও গায়ক ফেসিয়াল প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়েছেন। এর ফলে তার মুখের এক পাশ বাঁকা হয়ে গেছে।
গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিজেই জানিয়েছেন তিনি। এরপর গত মঙ্গলবার এক ফেসবুক লাইভে এসে তিনি ভক্তদের কাছে দোয়া চেয়েছেন।
তাসরিফ বলেছেন ‘ফেসিয়াল প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়েছি। আমাকে নিয়ে দুশ্চিন্তা করবেন না, সম্ভব হলে দোয়া করবেন।’
তাছাড়া, তিনি আরও বলেছেন, ‘হঠাৎ করেই আমি ফেসিয়াল প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়েছি। এই রোগে অনেক সময় মুখের এক পাশ বাঁকা হয়ে যায়। আমার মুখ এখনো বড় রকমের বাঁকা হয়নি তবে এখন যে অবস্থায় আছি এটা খুব নরমাল কোনো অবস্থা নয়। কেন হয়েছে তার কারণ এখনো জানি না।
ডাক্তার জানিয়েছেন, এই রোগে আক্রান্ত বেশিরভাগ মানুষই পুরোপুরি সুস্থ হয়ে যায়। অল্প কিছু মানুষকে রোগটা বয়ে বেড়াতে হয়। এখন দেখা যাক কী হয়। আপাতত ফিজিওথেরাপি নিতে হবে আর কিছু ওষুধ চলবে।
এদিকে, অসুস্থতার কারনে গানবাজনায় বিরতি হলেও একেবারে বসে থাকার অবকাশ নেই তাসরিফের। কারণ, মানবিক কাজে সব সময় তাকে পাওয়া যায়। তিনি জানিয়েছেন, ভোলার এক ক্যানসার রোগীর চিকিৎসার জন্য তহবিল সংগ্রহের কথা দিয়েছিলেন। সেই কাজে শিগগিরই ভোলায় যেতে হবে তাকে।
এদিকে তাসরিফ খান মূলত ‘কুঁড়েঘর’ নামের একটি গানের দল পরিচালনা করেন। তরুণ শ্রোতামহলে তাদের গান বেশ পরিচিতি পেয়েছে। গেলো বছর সিলেট-সুনামগঞ্জ অঞ্চলে বন্যার সময়ে ত্রাণ সহায়তায় কোটি টাকার তহবিল সংগ্রহ করে ব্যাপক আলোচিত হয়েছেন এই তরুণ।
copyright © A BIJOY TV Production-2023
সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook: / bijoytvlimited
Youtube: / bijoytvofficial
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: