ফিঞ্চ পাখি ডিম দিলে করনীয় কি | ফিঞ্চ পাখি পালন পদ্ধতি | Breeding finch bird care
Автор: grow life
Загружено: 2023-05-22
Просмотров: 30703
Описание:
ফিঞ্চ পাখি ডিম দিলে করনীয়
আজকের ভিডিওতে আলোচনা করা হল ফিঞ্চ পাখির ডিম দেয়ার পর করনীয় কি। ডিম দিলে পাখিগুলোকে কি খাবার দিবেন কি দিবেন না এবং ডিম থেকে বাচ্চা উৎপাদন করাতে কি কি বিষয় লক্ষ্য রাখবেন তাই বলবো আজকের ভিডিওতে। আমার পাখিগুলো আমার এই পাখিগুলো এ পর্যন্ত চারটা ডিম দিয়ে দিয়েছে এখনো মনে হচ্ছে আরো কয়েকটা ডিম দিবে। আসুন একা একা দেখি নাই বাকি ডিম পাড়ার পর জরুরী করণীয় তিনটি কাজ সম্পর্ক
আপনারা জানেন প্রিন্স ছোট একটি পাখি কিন্তু পাখি ছোট হলেও এরা অধিক মাত্রায় ডিম-বাচ্চা উৎপাদন করে থাকে। আপনি যদি সঠিক তথ্য পরিচর্চা করতে পারেন তবে একজোড়া প্রিন্স তিনটি থেকে আটটি পর্যন্ত ডিম প্রতিবার দিয়ে থাকে অধিকাংশ ক্ষেত্রেই বেশিরভাগ ডিমে বাচ্চা ফোটে । আসলে ফিঞ্চ ডিম দেয়ার আগে থেকেই ফিঞ্চ পাখির শরীর ভালো রাখার জন্য খাবার দাবার ও পরিচর্যা ঠিকভাবে করে পাখিকে রেডি করতে হয়। পাখি যখন একবার ডিম দিয়ে দেয় এবং ডিমের তা দেয়া শুরু করে তখন তাকে কন্টিনিউয়াসলি ডিমের উপর বসে থাকতে হয়। এ কারণে তারা তুলনামূলক কম খাবার গ্রহণ করে আর এজন্য এ ১০-১২ দিনে পাখি গুলো অনেক শুকিয়ে যায়। যদি আপনি তা দেয়ার সময়টাতে ফিঞ্চ গুলোকে সঠিক কিছু খাবার দিতে না পারেন তবে ওই পাখিগুলোর ক্ষেত্রে বাচ্চা পালন কঠিন হয়ে যাবে। বিশেষ করে ডিমের খোসা তৈরি এবং ডিমের বিভিন্ন উপকরণ তৈরিতে প্রচুর মাত্রা ক্যালসিয়াম এবং খনিজ উপাদান পাখির শরীর থেকে বের হয়ে যায়। এই সমস্ত উপাদানের ঘাটতি পূরণে ক্যাপ্টেন ফিস বন এবং মিনারেল ব্লক অবশ্যই পাখির খাঁচার ভেতরে সব সময় দিয়ে রাখবেন যদি পাখি ডিম দিয়ে দেয় এবং আপনি যদি এই খাবারগুলো না খাওয়ান তবে বাকি ডিম ভেঙ্গে ডিম খেয়ে ফেলার সম্ভাবনা থাকে। তাছাড়া ডিমের খোসা পাতলা হওয়া ডিম থেকে বাচ্চা না ফোটা সহ বিভিন্ন সমস্যার কারণ এই ক্যালসিয়ামের অভাব। দেখুন এ পাখিগুলো কিভাবে এই ক্যাটেল ফিজ বোনটা খাচ্ছে এটা হল মূলত এক ধরনের সামুদ্রিক মাছের হার যার মধ্যে প্রচুর মাত্র ক্যালসিয়াম বিদ্যমান থাকে পাখি এই খাবারটা খুব সহজে হজম করে নিতে পারে। আমার পাখিদের মধ্যে এই মাদিবাহিতা খুব আয়েশ করে এই বোনটা খাচ্ছে । মাঝখানে কয়েকদিন পাখির খাঁচায় এটা দেওয়া ছিল না তাই ও এমন আগ্রহ নিয়ে একবারে অনেক গুলো করে খাচ্ছে তাই আপনার প্রিন্স পাখি যত ডিম দেয় কিংবা ডিম নাও দেয় তবুও ডিম পাড়ার আগে থেকেই এই ক্যাটেল ফিসফোন এবং মিনারেল ব্লক দিয়ে রাখার চেষ্টা করুন। এতে করে আপনি অপ্রত্যাশিত অনেক সমস্যা এড়াতে পারবেন এবং আপনার পাখির ডিম গুলোও সুস্থ সবল ও শক্ত হবে।ফিঞ্চ পাখি ডিম দিলে করনীয় কি | ফিঞ্চ পাখি পালন পদ্ধতি | Breeding finch bird care
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: