মুরগির বাচ্চা
Автор: আনিসার খামার Anishar Khamar
Загружено: 2023-12-11
Просмотров: 2063
Описание:
বিশেষ দ্রষ্টব্য :
কালো সোনালি মুরগির বাচ্চাকে যারা জেনে-বুঝে বা না জেনে অস্ট্রালপ বলে চালিয়ে দিচ্ছেন তাদের কারণে বর্তমানে অস্ট্রালপ মুরগির মার্কেটে একটি ধাক্কা লেগেছে। কারণ ক্লাসিক কালার বার্ড সোনালী মুরগীর কালো বাচ্চা নব্বই দিন হয়ে যায় তবুও ১ কেজি ওজন হয় না। এতে করে সাধারণ খামারিরা বা নতুন উদ্যোক্তাদের মধ্যে একটি ভ্রান্ত ধারণা তৈরি হচ্ছে ।
প্রকৃতপক্ষে অস্ট্রালপ একটি বর্ধনশীল মুরগি এটি 40 থেকে ৪৫ দিনের মধ্যেই এক কেজি প্লাস ওজন হয়ে যায় এবং দেশী মুরগীর মত দেখতে ও খেতেও বেশ সুস্বাদু হয়।
কিছু কিছু ভিডিওতে লক্ষ্য করা যায় এই মুরগির ডিম সংক্রান্ত ব্যাপারে প্রয়োজনের তুলনায় অধিক বেশি প্রশংসা করা হয়েছে। বলা হয়েছে 365 দিনে 364 টি ডিম পাড়ে। যারা এগুলা বলে জানিনা তারা এগুলো কোথাথেকে পায় !! প্রকৃতপক্ষে এগুলো সবই বানোয়াট এবং মিথ্যা কথা।
আমি যেটা পেয়েছি 100 মুরগি থাকলে 4 মাস 15 দিন বয়সের পর থেকে ইনশাআল্লাহ্ প্রথমে 75% উপরে ডিম পাবেন তারপরে 12/13 মাস পর্যন্ত আপনি একটানা 70% ডিম পাবেন তারপরে আস্তে আস্তে কমতে থাকবে তবে 18 মাসের পর থেকে 60% এর নিচে ডিম চলে আসতে শুরু করবে।
পরামর্শ থাকবে অরিজিনাল অস্ট্রালপ মুরগির বাচ্চা সংগ্রহ করে আত্মবিশ্বাসের সাথে খামার পরিচালনা করুন।
যেকোনো প্রয়োজনে কল করুন
01711988476 ইমো আছে।
ফেসবুক পেজ
"আনিসার খামার পোল্ট্রি এন্ড হ্যাচারি"
তে চোখ রাখুন।
01711988476
ওয়াবদা সড়ক
মিরপুর কুষ্টিয়া।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: