ফাতিমা রাদিয়াল্লাহু তায়ালা আনহার জীবন ও ইতিহাস ৩
Автор: Aitijya
Загружено: 2024-06-07
Просмотров: 768
Описание:
#মায়ের_সাথে
ফাতিমা রাদিয়াল্লাহু তায়ালা আনহার জীবন ও ইতিহাস ৩
হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তায়ালা আনহা শৈশবে পাঁচ বছর পর্যন্ত তাঁর সম্মানিত মা হজরত খাদিজার কোলে লালিতো পালিতো হয়েছেন। হজরত খাদিজা নারীদের মধ্যে প্রথম মুসলিম হয়েছিলেন। তাঁর সম্পর্কে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, খাদিজা আমার উম্মতের সর্বোত্তম নারীদের মধ্যে অন্যতমো। হজরত খাদিজা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট এতই সম্মানিত ছিলেন যে, তাঁর জীবদ্দশায় তিনি অন্য কোন বিয়ে করেননি। হজরত খাদিজার ওফাতের পরও তিনি তাঁকে প্রচুর স্মরণ করতেন। এমনকি তিনি হজরত খাদিজার বন্ধু বান্ধবদেরকেও সম্মানের চোখে দেখতেন। যখন কেউ তাঁকে কিছু উপহার দিতেন তখন তিনি বলতেন এই উপহার অমুক মহিলার ঘরে নিয়ে যাও, কেননা তিনি খাদিজার বান্ধবী ছিলেন। হজরত আয়েশা বলেন তিনি হজরত খাদিজার কথা এতটাই স্মরণ করতেন যে, একদিন আমি বললাম, হে রাসুলাল্লাহ, খাদিজা তো একজন বৃদ্ধা ছাড়া কিছু নয়। মহান আল্লাহ তাঁর থেকেও উত্তম স্ত্রী আপনাকে দিয়েছেন। তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাগান্বিত হয়ে বললেন, আল্লাহর কসম, আল্লাহ্ তায়ালা তাঁর থেকে উত্তম কোনো স্ত্রী আমাকে দান করেননি। খাদিজা এমন সময় ইসলামের প্রতি ঈমান এনেছিলেন, সে এমন সময় আমার কথা সত্য বলে স্বীকৃতি দিয়েছিলেন যখন অন্যেরা আমাকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেছিলো। খাদিজা এমন সময় তাঁর সর্বস্ব আমার কাছে অর্পণ করেন যখন অন্য সবাই আমাকে বঞ্চিত করেছিলো। আল্লাহতায়ালা আমার বংশ তাঁর মাধ্যমেই অব্যাহত রেখেছেন। এটা ইসলামের ইতিহাসে একটি মহা বাস্তব। সত্যিকার অর্থে হজরত খাদিজার ত্যাগ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর রেসালতের অগ্রগতির পিছনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কোনো কোনো মনীষীর মতে, ইসলাম এবং মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মিশন, হজরত আলীর জিহাদ আর হজরত খাদিজার দানের মাধ্যমে প্রসার লাভ করেছে। অর্থাৎ আল্লাহতায়ালা এই দুই মহান ব্যক্তিকে তাঁর রাসুলের প্রধান সহযোগী হিসেবে মনোনীত করেছেন। হজরত আলীর জিহাদ এবং হজরত খাদিজার দান ইসলামের বিজয় ও প্রসারের ক্ষেত্রে দুটি প্রধান কারণ ছিলো। সর্বকালের বিশ্বের সকল মুসলমান ঈমানের ন্যায় মহানেয়ামতের জন্য আল্লাহ্ ও তাঁর রাসুল এর পরে এই দুই ব্যক্তির নিকট ঋণি। হ্যাঁ, হজরত ফাতিমা এমনই এক মাতার স্মৃতিচিহ্ন আর এমনই এক পিতার সন্তান। নবুয়াতের দশম বৎসর হজরত খাদিজার ওফাতের পর চিরকালের জন্যে প্রিয় ও ত্যাগী মাতার স্নেহভরা কোল হজরত ফাতিমার হাতছাড়া হয়ে যায়। আর তখন থেকেই শিশু হজরত ফাতিমা নবী পরিবারে তাঁর মায়ের শুন্যস্থান পূরণ করেছেন।"
Images do not represent actual people.
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: