হাঁটু ব্যথা/অস্টিওআর্থ্রাইটিস রোগীর ফিডব্যাক | Knee joint Pain/Osteoarthritis Patient feedback .
Автор: Dr. Murad H Mehedi
Загружено: 2022-09-13
Просмотров: 106
Описание:
হঠাৎ হাঁটু ব্যথা ??
করণীয়: কারণ নির্ণয়পূর্বক চিকিৎসা
রোগীর সাব্জেক্টিভ, অব্জেক্টিভ/ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং প্রয়োজনে বিভিন্ন ইনভেস্টিগেশনের মাধ্যমে হাঁটু ব্যথার কারণ নির্ণয়পূর্বক ফিজিওথেরাপিসহ অন্যান্য চিকিৎসা প্রয়োজন হয়। এ ক্ষেত্রে ফিজিওথেরাপি কার্যকরী প্রধান চিকিৎসা পদ্ধতি।
হাঁটু ব্যথায় ফিজিওথেরাপি চিকিৎসকের গুরুত্ব
প্রথমত হাঁটু ব্যথা বেশির ভাগ ক্ষেত্রেই মেকানিক্যাল কারণে হয়ে থাকে। সমস্যা যেহেতু মেকানিক্যাল, তার সমাধানও মেকানিক্যালি সম্ভব। ফিজিওথেরাপিকে বলা হয় মেকানিজম বেইজড প্রমাণিত চিকিৎসা, যার মাধ্যমে রোগের উৎস বা কারণকে চিকিৎসা প্রদান করে রোগীকে সুস্থ করা হয়।
হাঁটু হচ্ছে মানবদেহের অন্যতম ওজন বহনকারী জটিল জয়েন্ট—তাই দৈনন্দিন চলাফেরার জন্য শক্তিশালী হাঁটুর দরকার হয়। ব্যথার কারণে হাঁটু দুর্বল হতে থাকে এবং এই দুর্বলতার প্রধান কারণ মাংস পেশী ও হাড়ের দুর্বলতা। মাংস পেশী ও হাড়কে শক্তিশালী করতে ফিজিওথেরাপির বিকল্প নাই।
ফিজিওথেরাপি একদিকে হাঁটুকে শক্তিশালী করছে অন্যদিকে হাঁটুর ব্যথা সারানো, হাঁটুর মোবিলিটি ফিরিয়ে আনাসহ স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হাঁটুকে ভালো করতে বা ভালো রাখতে ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শপত্র ও সঠিক নির্দেশনা (লাইফস্টাইল রুটিন) এবং কার্যকরী ফিজিওথেরাপি চিকিৎসা পদ্ধতিসমূহ, যেমন—এক্সারসাইজ প্রেস্ক্রিপশন মেনে সুনির্দিষ্ট এক্সারসাইজ, কিছু ইলেক্ট্রথেরাপিসহ অন্যান্য পদ্ধতির যথাযথ প্রয়োগ গুরুত্বপূর্ণ।
ডাঃ মোঃ মুরাদ হোসেন মেহেদী
ইনচার্জ এন্ড সিনিয়র ফিজিওথেরাপিস্ট
মেফেয়ার ওয়েলনেস ক্লিনিক
পেইন, প্যারালাইসিস, ডিজএ্যাবিলিটি, স্পোর্টস ইনজুরি এন্ড ইউরোলজিক্যাল (মেনস্ হেলথ) ফিজিওথেরাপি বিশেষজ্ঞ।
/ dr.mhmehedi.pt
যোগাযোগ - 01682-348491 (Whatsapp)
#kneepain#kneeosteoarthritis#physiotherapy#physicaltherapy#radialshockwavetherapy#acupuncture #dryneedling #হাঁটু ব্যথা #অস্টিওআর্থ্রাইটিস # হাঁটু ভাজ করতে সমস্যা
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: