কথা আর কাজে আমার কি মিল থাকে। আমার মধ্যে কি ডাবল ফেইসিং স্বভাব কাজ করে?
Автор: পরিত্রাণের প্রকৃতপথ (The Perfect Way to Salvation
Загружено: 2025-03-17
Просмотров: 16
Описание:
৭৬
মথি ২৩:১- ১২ পদ
শাস্ত্রীদের ও ফরিসিদের ভণ্ডামি ও অহঙ্কার সম্বন্ধে যীশুর সতর্কবাণী
'যীশু তখন সেখানে ভিড়-করা লোকদের ও তাঁর শিষ্যদের লক্ষ্য ক'রে এই কথা বললেন: "শাস্ত্রীরা ও ফরিসিরা স্বয়ং মোশীর আসনেই বসে আছেন। 'কাজেই তাঁরা তোমাদের যা-কিছু করতে বলেন তোমরা তা-ই করো, তাঁদের কথা মতোই চ'লো; কিন্তু তাঁরা নিজেরা যা করেন, তোমরা তা করতে যেয়ো না, কারণ তাঁরা বলেন একরকম, করেন আর একরকম। "তাঁরা ভারী-ভারী বোঝা বাঁধেন আর মানুষের ঘাড়ে তা চাপিয়ে দেন, অথচ নিজেরা একটা আঙুল দিয়েও তা তুলে নিতে চান না। 'তাঁরা যা-কিছু করেন। সমস্তই লোক-দেখানো। শান্তবাণীতে ভরা তাঁদের যত কবচগুলো তাঁরা শুধু ফাঁপিয়েই তোলেন, আর নিজেদের কাপড়ের ঝালর তাঁরা লম্বা-ই করেন। 'তাঁরা তো ভোজসভায় সম্মানের স্থান আর সমাজগৃহে। সামনের আসন পেতে ভালবাসেন; 'আর ভালবাসেন হাটে-বাজারে মানুষের সশ্রদ্ধ অভিবাদন পেতে এদং তাদের মুখে 'গুরুদেব' সম্বোধন শুনতে।.....
তোমরা কিন্তু নিজেদের 'গুরুদেব' ব'লে ডাকতে দিয়ো না, কারণ তোমাদের গুরু বলতে একজনই আছেন, আর তোমরা সকলেই পরস্পরের ভাই। 'এই পৃথিবীতে কাউকে তোমাদের 'পিতা' ব'লেও ডেকো না. কারণ তোমাদের পিতা বলতে সেই একজনই আছেন, যিনি রয়েছেন স্বর্গলোকে। "তোমরা নিজেদের 'আচার্য' ব'লেও ডাকতে দিয়ো না, কারণ তোমাদের আচার্য বলতে একজনই আছো-হয়া খ্রীষ্ট। "তোমাদের মধ্যে যে সবচেয়ে বড়, তাকে হতে হবে তোমাদের সেবক। "যে নিজেকে বড় করে তাকে ছোটই করা হবে; আর যে নিজেকে ছোট করে, তাকে করা হবে বড়।
+খ্রীষ্টের বাণী
খ্রীষ্ট প্রভু তোমার প্রশংসা হোক।।
#christiantext
#পবিত্র
#love
#দীপক
#christiantext
#পবিত্র ভণ্ডামি
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: