জঘন্য ক্যারেক্টরের আরব মোহাম্মদের মাঝে কেন ছিলনা মুহাম্মাদুর রাসুলুল্লাহর চরিত্র আসুন বিস্তারিত জানি
Автор: On the way to Quran and Kaaba(কুরআন এবং কাবার পথে)
Загружено: 2022-05-22
Просмотров: 3327
Описание:
সৃষ্টির প্রথমদিন থেকেই আল্লাহর কুরআনে মুহাম্মদ এসেছে
মুহাম্মদ এর নাম মাসজিদুল হারামের আযানে ও কুরআনে জগত শুরু থেকে এসেছে
কুরআন মতে এই মুহাম্মদ এর বিশেষ অর্থ নির্দেশ করে
কুরআন ১৪০০ বছরের ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিমকে আদৌ বুঝায় না
তাই আসুন জেনে নেই
মুহাম্মদ আহমদ এবং ইয়ুহমাদু ও খাতামান নাবিয়্যীন নিয়ে আল কুরআন কি বলে
(৬১/৬) আবার যখন মারইয়ামের পুত্র ঈসা বলে, হে বানী ইসরায়ীল ! তোমরা শোনো ! আমি তোমাদের জন্যই আল্লহ্ তা'আলার রাসূল হিসেবে এসেছি। আমার আগে বিশেষ আইনে যা রয়েছে সে সবের সত্যতা প্রমাণ করছি। আর আসছি একটি সুসংবাদ নিয়ে, আমার পরে একজন রাসূল আসছে তার নাম হবে আহমদ (আল্লহ্ তা'আলার সর্বাধিক প্রশংসাকারী)। তারপরে সে যখন সুস্পষ্ট দলীল প্রমাণ নিয়ে আসে, তখন তারা বলে, এ যে স্পষ্ট যাদু।
(৪৮/২৯) (আয়াত প্রচারের কারণে প্রশংসিত) মুহাম্মাদ হলেন আল্লহ্ তা'আলার রাসূল। আর যারা তার সাথে সম্পর্ক রাখে তারা (আয়াত গোপন করার কারণে অবাধ্য) কাফিরদের মোকাবেলায় খুবই তৎপর। আর নিজেদের মধ্যে তারা বড়ই রহমদিল। তাদেরকে দেখবে, কখনো তারা রুকু করবে আবার কখনো সাজদা করবে। আর তারা আল্লহ্ তা'আলার সাহায্য-সামগ্রী ও সন্তুষ্টি লাভের জন্য সচেষ্ট থাকে। তাদের পরিচয় পাওয়া যায় চেহারায় সাজদার চিহ্নের মারফতে। তাদের এই গুণাবলী বিশেষ আইন আত-তাওরাতে আর বিশেষ সুসংবাদ আল-ইনজিলে বিদ্যমান রয়েছে। ঠিক যেমন ফসল ফলার জন্য বীজ অংকুর বের করে, তারপরে সেটাকে শক্তিশালী করে তোলে। তারপরে সেটা সোজাভাবে দাঁড়ায়। যা দেখে কৃষকদের মনে আনন্দ হয়। আল্লহ্ ওয়াদা করেছেন তাদের সাথে, যারা তাদের মধ্যে ঈমান আনবে আর সংশোধনের কাজ করবে। তাদের জন্যই তো ক্ষমা ও বিরাট পারিশ্রমিক রয়েছে।
(৪৭/২) আর যারা ঈমান এনে সংশোধনের কাজ করে, আর (আয়াত প্রচারের কারণে প্রশংসিত) মুহাম্মাদ এর কাছে (কুরআন থেকে) যাকিছু নাজিল করা হয়েছে, সে সবের প্রতি যারা আস্থাবান, আসলে তা যে তাদেরই রবের পক্ষ থেকে সত্য সঠিকভাবেই নাজিল হয়েছে। আল্লহ্ তাদের দোষ-ত্রুটি দূর করবেন, আর তাদের অবস্থা শুধরে দিবেন।
(৩৩/৪০) মুহাম্মাদ তো আর তোমাদের মধ্যেকার কোনো পুরুষের আবা (বাবা, দাদা, নানা ও পরনানা) নয়। কিন্তু মুহাম্মাদ তো আল্লহ্ তা'আলার প্রেরিত রাসূল ও সকল (বিশেষ খবর দাতা) নবীদের সীলমোহর। আর আল্লহ্ তো সব কিছুই বেশ জানেন।
(৩/১৮৮) তারা নিজেদের কাজকর্ম সম্পর্কে খুবই খুশী হয়, আর যে কাজ তারা করেনি সে জন্যেও লোকের কাছে প্রশংসা পেতে চায় মুহাম্মাদ হয়ে। এদের সম্পর্কে একথা বুঝা মোটেই উচিত নয় যে, এরা আযাব থেকে রেহাই পেয়ে যাবে। এদের জন্য কষ্টদায়ক আযাব রয়েছে।
(৩/১৪৪) আর (আয়াত প্রচারের কারণে প্রশংসিত) মুহাম্মাদ হলেন একজন রাসূল, তা ব্যতীত অন্য কিছুই নয়, মুহাম্মাদের পূর্বে সকল রাসূলগণ অতীত হয়ে গেছে। তাই, সে যদি মৃত্যুবরণ করে, অথবা তাকে কতল করা হয়, তাহলে তোমরা কি পিঠ ফিরে যাবে ? যদি কেউ পিঠ ফিরে যায়, তাহলে তাতে আল্লহ্ তা'আলার কিছুমাত্র ক্ষতি হবে না। আর যারা কৃতজ্ঞতা প্রকাশ করে, এমন বান্দাদেরকে আল্লহ্ শীঘ্রই পুরষ্কার দিবেন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: