ছাত্রদের হাতে পুলিশ লাঞ্ছিত এবং পরবর্তী ঘটনা
Автор: Entertainment Club 24
Загружено: 2024-09-10
Просмотров: 291
Описание: গতকাল চাঁদপুর সদর থানা, গাছতলা ব্রিজ এলাকায় দুই পক্ষের মধ্যে ঝামেলা হলে সেখানে সদর থানার কিলো ১ টহল ডিউটিরত গাড়িতে একজন সাব ইন্সপেক্টর ফোর্স নিয়ে যায়। তখন দুই পক্ষের কাছে ঘটনার বিস্তারিত জানতে চাইলে দুই পক্ষ বিস্তারিত বলার পর তারা মামলা করবে বলে জানায়। তখন সাব ইন্সপেক্টর তাদেরকে থানায় এসে মামলা করার জন্য পরামর্শ দিয়ে তিনি থানার দিকে আসেন। এর পর ঐ ঘটনা স্থানে এক পক্ষের সাপর্ট করে কয়েকজন ছাত্র যায় বিচার করতে, তখন ছাত্ররা সেখানে মার খায় ছাত্রদের সাপর্ট করা বিপক্ষ পার্টির হাতে। তারপর তারা থানায় এসে বলে পুলিশ কেন ঐ ঘটনাস্থানে গিয়ে ছাত্ররা যার পক্ষে ছিলো তার বিপক্ষ পার্টিকে গ্রেফতার করলো না। তখন পুলিশ বলে তারা দুই পক্ষই দুই পক্ষের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে, এবং তারা মামলা করবে বলে জানায় তখন আমরা তাদের মামলা বা অভিযোগ যেটাই করুক, থানায় আসার জন্য বলেছি। এটা বলাতে ছাত্ররা ঘটনা স্থানে যাওয়া কিলো ১ ডিউটির সাব ইন্সপেক্টর সামাদ স্যারকে অতর্কিতভাবে হামলা করা শুরু করে। এক পর্যায়ে মারতে মারতে খাবারের ম্যাচের পেছনে নিয়ে যায়।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: