দেখে নিন দীঘা যাওয়ার দুর্দান্ত ৫টি এক্সপ্রেস ট্রেনের নাম এবং টাইমটেবিল!
Автор: Aaj Somoy News
Загружено: 2025-10-25
Просмотров: 240382
Описание:
এক নজরে দেখে নিন কলকাতা থেকে দীঘা যাওয়ার দুর্দান্ত ৫টি এক্সপ্রেস ট্রেনের নাম এবং টাইমটেবিল!
কলকাতা থেকে দীঘা যাওয়ার প্রথম ট্রেনটি হল ১২৮৫৭ তাম্রলিপ্ত এক্সপ্রেস। সকাল ৬ঃ৪৫ এ এটি হাওড়া থেকে ছাড়ে। দিঘাতে গিয়ে পৌঁছায় সকাল ১০:০৫ এ।
দ্বিতীয় ট্রেনটি হল,২২৮৯৭ কান্ডারী এক্সপ্রেস। প্রতিদিন দুপুর তিনটে পাঁচে এই ট্রেনটি ছাড়ে আর দীঘায় গিয়ে পৌঁছায় ৬.০৫ এ।
তিন নম্বর ট্রেনটি হলো ১৫৭২২ পাহাড়িয়া এক্সপ্রেস। শুধুমাত্র শনিবার এই ট্রেনটি চলাচল করে যা হাওড়া থেকে সকাল ৭:৫০ এ ছেড়ে দীঘা গিয়ে পৌঁছায় ১১:৫৫ তে।
এছাড়াও দীঘা যাওয়ার জন্য রয়েছে দুটো স্পেশাল এক্সপ্রেস ট্রেন। যার মধ্যে একটি ছাড়ে শনিবার সাঁতরাগাছি থেকে সকাল নটা দশে এবং দিঘাতে গিয়ে পৌছয় ১২:৪৫ এ। ট্রেনের নম্বর হলো ০২৮৪৭।
রবিবারের স্পেশাল ট্রেনটি হল ০২৮৯৭। সাঁতরাগাছি থেকে সকাল আটটা দশে ট্রেনটি ছাড়ে এবং দিঘাতে গিয়ে পৌছয় ১১.৫৫ তে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: