জাপান একটি উন্নত রাষ্ট কিন্তু এর মুদ্রার মান এত কম কেন?
Автор: My Smart Info Tube
Загружено: 2021-06-02
Просмотров: 1163
Описание:
বাংলাদেশ টাকা (১ মার্কিন ডলার = ৮৪ টাকা)
আপনি যখন জাপানি মুদ্রা ইয়েন এর সঙ্গে তুলনা করেন, তখন দেখতে পান
১ জাপানি ইয়েন = ৭৮ বাংলাদেশ পয়সা
এই হিসাব দেখে আপনি ভাবছেন, আমেরিকার এক টাকার বিনিময়ে ৭০-৮০ টাকা পাওয়া যায়, আর জাপানের এক টাকাতে শুধুমাত্র পয়সা পাওয়া যায় ! জাপানের টাকার মূল্য তো ভারত ও বাংলাদেশের চেয়েও কম।
আপনি জানেন কি ? ইয়েন জাপানি টাকা নয়। ইয়েন হল জাপানের পয়সা।
আপনি ইচ্ছে করলে, বাংলাদেশের ১ টাকাকে ১০০ পয়সা বলতে পারেন, ৫ টাকাকে ৫০০ পয়সা বলতে পারেন, ১০ টাকাকে ১০০০ পয়সা বলতে পারেন। এতে কোন লাভ-ক্ষতি নেই। এভাবে বললে ৫ টাকা ৪০ পয়সাকে কি বলবেন? বলবেন- ৫৪০ পয়সা। জাপানে ঠিক সেটাই করে। সবকিছু পয়সায় হিসাব করে।। টাকা জিনিসটা ওদের নেই। জাপানে সবই পয়সা।
কিভাবে জানবেন যে ইয়েন জাপানের পয়সা?
বাংলাদেশে টাকা ও পয়সা দুটোই আছে। ভারতে রুপী ও পয়সা দুটোই আছে। আমেরিকাতে ডলার ও সেন্ট দুটোই আছে। ইংল্যান্ডে পাউন্ড ও পেনি দুটাই আছে । জাপানে এমন দুটো দেখান তো। জাপানের সবচেয়ে ছোট নোট হল ১০০০ ইয়েন। এবার আপনি বিচার করেন, এটা জাপানের টাকা, নাকি এটা জাপানের পয়সা।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: