পিতা-মাতাকে সম্মান করা জান্নাতের টিকেট
Автор: Everyday Muslimah
Загружено: 2025-12-02
Просмотров: 38
Описание:
#পিতামাতা #মুসলিম #সম্মান #আদর্শ_বাণী #কুরআন
প্রিয় ভাই ও বোনেরা,
আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, যা আমাদের জীবনের সাফল্য, বরকত আর শান্তির দরজা খুলে দেয়—পিতা-মাতাকে সম্মান করা।
ইসলাম আমাদের শিখিয়েছে—আল্লাহর ইবাদতের পরই সবচেয়ে বড় অধিকার পিতা-মাতার। কুরআনে বারবার এসেছে:
“তোমরা আল্লাহর ইবাদত করো এবং পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহার করো।”
এটা কোনো সাধারণ নির্দেশ নয়—এটা সম্মান, দায়িত্ব ও জান্নাতের রাস্তা।
আমরা আজকে বড় হতে চাই, সফল হতে চাই, মানুষের প্রশংসা চাই—কিন্তু ভুলে যাই, যে হাঁটতে শিখিয়েছে, যে প্রথমবার ‘বাবা-মা’ বলে ডেকেছি… আমাদের রিজিকের দরজা তাদের সন্তুষ্টিতেই খুলে যায়।
মা—যার পায়ের নিচে জান্নাত।
বাবা—যিনি পরিবারের দরজা খুলে দিয়েছেন সংগ্রাম আর ত্যাগের মাধ্যমে।
তাদের একটি দোয়া তোমার জীবনের অন্ধকার পথ আলোকিত করে দিতে পারে। আর একটি কষ্ট দেওয়াই তোমার জীবনের বরকত কেড়ে নিতে পারে।
বন্ধুরা,
মা-বাবাকে ভালোবাসা শুধু কথার ব্যাপার নয়—এটা দায়িত্ব, আচরণ এবং প্রতিদিনের ছোট ছোট কাজে দেখা যায়।
কখনো তর্ক নয়।
কখনো উঁচু স্বর নয়।
কখনো অবহেলা নয়।
কারণ তারা একদিন থাকবে না… আর তাদের জন্য তোমার আকুল কান্না তখন আর কোনো দরজা খুলবে না।
আজই শুরু করি—
একটা হাসি,
একটা সালাম,
একটা “মা, খাবেন?”
একটা “বাবা, আপনাকে সাহায্য করি?”
হয়তো এই সামান্য আচরণই তোমার জান্নাতের টিকেট হয়ে যাবে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: