শবে বরাতের শ্রেষ্ঠ ৩টি রোজা ও ৪ রাকাত নামাজ ভুলেও ছাড়বেন না! Sheikh Ahmadullah
Автор: Islamic Zone
Загружено: 2026-01-29
Просмотров: 23481
Описание:
শবে বরাত মুসলিম উম্মাহর জন্য এক অত্যন্ত ফজিলতপূর্ণ ও বরকতময় রাত, যা তওবা, ইস্তেগফার এবং নেক আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের বিশেষ সুযোগ এনে দেয়। এই সময়কে কেন্দ্র করে অনেক মুসলিম জানতে চান—শবে বরাতের শ্রেষ্ঠ রোজা কয়টি, কোন দিনগুলোতে রোজা রাখা উত্তম এবং নফল নামাজ আদায়ের সঠিক পদ্ধতি কী। সঠিক দিকনির্দেশনা ছাড়া অনেক সময় মানুষ আবেগের বশে ভুল ধারণা বা অতিরঞ্জিত আমলে জড়িয়ে পড়ে।
এই গুরুত্বপূর্ণ ওয়াজে Sheikh Ahmadullah কুরআন ও সহিহ হাদিসের আলোকে ব্যাখ্যা করেছেন শবে বরাত উপলক্ষে তিন দিনের নফল রোজার ফজিলত, নফল নামাজের গুরুত্ব এবং চার রাকাত নফল নামাজ কীভাবে সাধারণ নফল ইবাদত হিসেবে আদায় করা যায়—যদি তা সহিহ নিয়ত ও সুন্নাহর সীমার মধ্যে থাকে। তিনি স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন কোন আমলগুলো গ্রহণযোগ্য, কোন বিশ্বাস বা দাবি থেকে দূরে থাকা জরুরি এবং কীভাবে বিদআত পরিহার করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব।
যারা শবে বরাতকে আত্মশুদ্ধির উপলক্ষ হিসেবে নিতে চান, রোজা ও নফল নামাজের মাধ্যমে আল্লাহর রহমত কামনা করেন এবং সঠিক পথে আমল করতে চান—তাদের জন্য এই ওয়াজটি অত্যন্ত উপকারী। শবে বরাতের শ্রেষ্ঠ রোজা ও নফল নামাজ সম্পর্কে সহিহ দিকনির্দেশনা পেতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন ইনশাআল্লাহ।
#shabebarat2026 #ahmadullah #islamiczone #shaikhahmadullah #sheikhahmadullah #waz
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: