ভালো জাতের কবুতর কেনার নিয়ম | কবুতর পালন পদ্ধতি | কবুতরের নর মাদি চেনার উপায় | Pakhial Aviary |
Автор: Bonsai Aviary
Загружено: 2023-03-31
Просмотров: 92
Описание:
আজকে আমরা জানার চেষ্টা করব ভালো জাতের কবুতর কিভাবে কিনবেন,রানিং কবুতর কিভাবে বুঝবেন,কবুতর বাচ্চা দিচ্ছে কিনা তা কিভাবে বুঝবেন,কবুতরের নর ও মাদি কিভাবে সনাক্ত করবেন, প্রাপ্ত বয়স্ক কবুতর কিভাবে চিনবেন,প্রজাতি ভেদে কবুতরের দাম কেমন হয় তার সঠিক ধারণা দেয়ার পাশাপাশি কবুতর পালন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
পৃথিবীতে কবুতরের পালনের ইতিহাসটা বহু দিন
আগের।
একসময় গ্রামের মানুষ কবুতর পালন করলেও, এখন শহরের মানুষও তাদের বাড়ির ছাদে কবুতর পালন করে আসছে। তাই, কবুতর পালনের আগে আপনাকে অবশ্যই ভালো কবুতরটি চিহ্নিত করতে হবে।
ভালো কবুতর চেনার উপায় জানা থাকলে কবুতর কিনতে গিয়ে ঠকার সম্ভাবনা থাকবে না। সুস্থ কবুতর চেনার উপায় জানা না থাকলে, বাসায় নিয়ে দেখবেন কবুতর অসুস্থ কিংবা কয়েকদিন পর মারা গেছে।
যাই হোক আসুন এবার ভালো জাতের কবুতর চেনারউপায় গুলো যেনে নেই।
১. ভালো কবুতরের চোখগুলো উজ্জ্বল হবে।
২. গায়ের পালকগুলো চকচকে এবং সুন্দর থাকবে।
৩. নাক পরিষ্কার থাকবে এবং খেয়াল রাখতে হবে যেন নাকে কোন প্রকার সর্দি লেগে না থাকে।
৪. পালক যেন অপরিষ্কার না থাকে এবং কোন অংশে পালক না থাকলে সে কবুতর কিনা থেকে বিরত থাকুন।
৫. কবুতরের ডানা ঝুলে থাকলে, তা কিনবেন না।
৬. কবুতরের গায়ে কোন রকম আঘাত বা জখমের চিহ্ন আছে কিনা তা, ভালো করে খেয়াল রাখতে হবে।
৭. কবুতরের ঠোঁট দুইটা ঠিক আছে কিনা, তা দেখতে হবে ভালো করে।
৮. কবুতরের পা ঠিক আছে কিনা, আর পায়ের সবগুলো আঙ্গুল পরীক্ষা করে দেখতে হবে।
৯. পায়ের নখগুলো যেন বেশি ছোট অথবা বেশি বড় না হয়। নখ ভাঙ্গা থাকলে সেই কবুতর কিনা থেকে বিরত থাকুন।
১০. যেসব কবুতরের লেজ অনেক অপরিষ্কার থাকে এবং পায়ু পথে মল লেগে থাকে সেসব কবুতর কিনবেন না। এইগুলা রোগাক্রান্ত কবুতরের লক্ষণ।
১১. যেসব কবুতর হাঁপাতে থাকে, সেসব কবুতর কোনভাবেই কেনা উচিত নাহ।
১২. পাখি সুস্থ সবল থাকলে সেটি খাঁচায় লাফালাফি করবে এবং বের হইতে চাইবে। আর যদি কবুতর খাঁচায় বসে ঝিমাতে থাকে তবে সে রোগাক্রান্ত এইসব কবুতর বেশিদিন বাচে না।
উপরে উল্লেখিত লক্ষণগুলো দেখে খুব সহজেই যেকোনো জাতের কবুতর ভাল কিনা যাচাই করতে পারবেন।
রানিং কবুতর কিভাবে চিনবেন
রানিং কবুতর মানে হচ্ছে, যে কবুতর ডিম দিচ্ছে তাদেরকে বোঝায়। সাধারণত মাদি বা মহিলা কবুতরগুলো বাচ্চা দিয়ে থাকে। আপনি কয়েকটি লক্ষণ দেখে চিনতে পারবেন, যে কবুতরগুলো বর্তমানে বাচ্চা দিচ্ছে কিনা।
কবুতর বাচ্চা দিচ্ছে কিনা বোঝার উপায়:
ঠোটের কোণায় ময়লা লেগে আছে৷ এর মানে হলও কবুতরগুলোর বাচ্চা আছে এবং সে তার বাচ্চাদের খাবার খাওয়াচ্ছে। অথবা খুব রিসেন্টলি বাচ্চাগুলো বিক্রি করে দেওয়া হয়েছে৷ তার ঠোটগুলো ফ্রেশ এবং অনেকটাই নরম। অর্থাৎ কবুতরগুলো ডিম দিচ্ছে বুজা যায়।
গলার নিচের দিকটায় ময়লা লেগে থাকে।
যেহেতু প্রতিনিয়ত ডিম দিচ্ছে মাদি কবুতর তাই তার মলদ্বারটি একটু লম্বা আকারের রয়েছে।আর যদি ডিম না দেয় তাহলে মলদ্বারটি গোলাকার আকৃতিতে থাকবে।
এভাবেই বুঝে নিতে হবে কবুতর বাচ্চা দিচ্ছে কিনা।
নর ও মাদি কবুতর চেনার উপায়
সাধারণত পুরুষ কবুতরগুলোকে নর কবুতর বলা হয় আর মেয়ে কবুতরগুলোকে মাদি কবুতর বলা হয়। এখন আপনি ৩ টি পর্যায়ে এসে এদেরকে সনাক্ত করতে পারবেন।
ডিম
যে ডিমগুলো লম্বাটে এবং বড় হবে সেগুলো ফুটে পুরুষ কবুতর বের হবে। আর যে ডিমগুলো ছোট এবং গোলাকার হয় সেগুলো ফুটে মাদি বা মেয়ে কবুতর বের হবে।
bideshi kobutor,kobutor er dam,kobutor nor madi,kobutorer dam,kobutorer dam koto,pigeon farm,valo jater kobutor chenar upay,আসল কবুতর চেনার উপায়,কবুতর কেনার নিয়ম,কবুতর চেনার উপায়,কবুতর চেনার উপায়,কবুতর পালন পদ্ধতি,কবুতর সুস্থ রাখার উপায়,কবুতরের খামার,কবুতরের দাম,কবুতরের দাম কত,কবুতরের নর মাদি,কবুতরের নর মাদি চেনার উপায়,নর মাদি চেনার সহজ উপায়,বড় কবুতর,ভালো জাতের কবুতর কিভাবে কিনব,ভালো জাতের কবুতর চেনার উপায়,সুস্থ কবুতর,সুস্থ কবুতর চেনার উপায়
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: