হরি গুন ঘুনে দেহ জ্বা'রে নীল | Hari gun Ghune Deha ||
Автор: Matua Mahasangha
Загружено: 2021-04-08
Просмотров: 91
Описание:
হরি গুন ঘুনে দেহ জ্বা'রে নীল, আমি না জানি মোর গুণমণিরে।
কোন গুনে তানু জরিল আমার মন মজা'ল।।
১। গুণাতীত গুনের সীমা নাই, তারে কোন গুনতে পাই,
সত্ত, রজঃ, তমঃ ত্রিগুণ, ও যাঁর গুনে পাইনা ঠাঁই।।
যেন কি গুন দিয়ে জারল হিয়ে, যেমন কাঁচা বাঁশে ঘুন লাগালো।।
(হারে কোথায় গেলো)
২। হরি-গুন- বৈশম্পায়ণ জ্বর, ও যার নাহি অবসর,
ধিক ধিক করে জীবন জ্বলে, হারে প্রাণে বাঁচা ভার।
ও তার প্রেমানলে মলেম জ্বলেরে, অবশেষে এই করিল।।
(হারে কোথায় গেলো)
৩। ফনির বিষ কিসেতে গনি, হলাহল বিষের গুন জানি,
কালকুট বিষে কি করিবে, ওগো সজনী।
আমার হরি বিষে জীবন নাশে রে, মরমেতে তে ছোঁ মারিল।।
(জীবন জ্বলে গেল)
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: