কেরামত আলী জৈনপুরীর মাজার।। রংপুর।।
Автор: Emranor Reja
Загружено: 2025-01-16
Просмотров: 60
Описание: কেরামত আলী জৈনপুরী (১৮০০-১৮৭৩) উপমহাদেশের একজন প্রখ্যাত ইসলামি পণ্ডিত, ধর্মপ্রচারক, ও শিক্ষাবিদ। তিনি ভারতের উত্তর প্রদেশের জৈনপুর অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি সুন্নি ইসলাম এবং বিশেষত হানাফি মাযহাব অনুসরণ করতেন— জীবন ও কর্মে ইসলামি জ্ঞানচর্চা, তাসাউফ (আধ্যাত্মিকতা) এবং সমাজসেবার প্রভাব ছিল প্রবল।কেরামত আলী জৈনপুরী "তরীকত" বা সুফিবাদের চর্চার সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি ইসলামি শিক্ষার প্রসারে ব্যাপক ভূমিকা পালন করেন। তার ধর্মপ্রচার মূলত ভারতের বিভিন্ন অঞ্চলে এবং বাংলার মুসলমানদের মধ্যে ইসলামের মূলনীতি ও আধ্যাত্মিকতার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে পরিচালিত হয়েছিল। তিনি বহু মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং তৎকালীন মুসলিম সমাজের ধর্মীয়, সামাজিক ও নৈতিক উন্নয়নে কাজ করেন। তার অন্যতম প্রধান অবদান ছিল মুসলমানদের মধ্যে শুদ্ধ ধর্মীয় চেতনা ও সংস্কৃতি জাগিয়ে তোলা। তিনার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে বিভিন্ন মাদ্রাসা ও ইসলামি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে, যা তার শিক্ষাদর্শনকে ধারণ ও প্রচার করে আসছে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: