গল্প কাহিনী নয়, বাস্তব সত্য ঘটনা || Maulana Mufti Shahidullah || Islamic PS
Автор: Islamic PS
Загружено: 2025-07-27
Просмотров: 185
Описание:
গল্প কাহিনী নয়, বাস্তব সত্য ঘটনা || Maulana Mufti Shahidullah || Islamic PS
বাস্তব সত্য কাহিনীটা এমনই ছিল যে, কিছু সংখ্যক জেলে নদীতে মাজা সমান পানিতে মাছ মারছিল। তার মধ্য থেকে একজনকে কুমিরে আক্রমণ করে বসে। তখন ঐ ব্যক্তি ভাষার আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় এবং একপর্যায়ে কুমিরের দুচোখে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে বসে থাকে। কুমেরও অস্থির হয়ে তাকে মুখে করে পানির উপরে জাগিয়ে নিয়ে ছুটতে শুরু করে। লোকটি ও কুমিরের চোখ থেকে আঙ্গুল বের করে না আর কুমির তাকে ছেড়ে দেয় না, এভাবে চলতে চলতে চলতে চলতে এক পর্যায়ে একটি দ্বীপে গিয়ে উঠে। দ্বীপের মাটি হাতে পেয়ে ঐ ব্যক্তি কুমিরের চোখ থেকে আঙ্গুল বের করে নেয় এবং কুমিরও তাকে ছেড়ে দিয়ে কুমির পালিয়ে যায়। এদিকে ওই ব্যক্তির বাড়ির লোকজন ট্রলার নিয়ে নদীতে তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে এক পর্যায়ে ভেবে নিয়েছে যে কুমির তাকে খেয়ে ফেলেছে। অন্যদিকে ওই ব্যক্তি ওই দ্বীপের আশ্রয় নেয়। এবং ওই দ্বীপের লোকজন তাকে সুস্থ করে তোলে। এভাবে সুস্থ হতে প্রায় 40 দিন কেটে যায়। ৪০ দিন পরে নিজের বাড়ি ফিরে দেখে বাড়িতে তারই নামে চল্লিশার মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন চলছে। এমনই বাস্তবিক সত্য ঘটনাটি তুলে ধরা হয়েছে এই ভিডিওর মাধ্যমে।
#islamicps
#waz
#new
#banglawaz
#মুফতি_শহিদুল্লাহ
#mufti_shohidullah
#গল্প কাহিনী নয়
#বাস্তব সত্য ঘটনা
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: