কালীপুজো ও ভাইফোঁটার রেশ কাটতে না কাটতেই ছট পুজোর প্রস্তুতি শুরু হয়েছে জোরকদমে!
Автор: BIG NEWS 24x7 বাংলা
Загружено: 2025-10-24
Просмотров: 1
Описание:
কালী পূজা ও ভাইফোঁটা রেশ কাটতে না কাটতে ছট পূজা প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোর কদমে। কালিয়াগঞ্জের শান্তি কলোনির শ্রীমতি নদী পাড়ে জোরকদমে চলছে ছটপুজোর ঘাটের জায়গা পরিস্কারের কাজ শুরু করেছে পুরসভা।শনিবার পুরসভার পুরপ্রধান রাম নিবাস সাহা নিজে দাঁড়িয়ে থেকে কাজের তদারকি করেন।পুরসভার তরফে শুরু করা হয়েছে শান্তি কলোনি এলাকার শ্রীমতির জলে ভাসমান আবর্জনা ও কচুরিপানা পরিষ্কার করার কাজ।চলাচলের সুবিদার্থে রাস্তার পাশে পেভার ব্লক বসানো কাজ শুরু হয়ের।এবং ঘাটের চারপাশ জুড়ে সাফাই করা হচ্ছে।ইতিমধ্যেই শ্রীমতি নদীর সৌন্দর্যের জন্য আই লাভ কালিয়াগঞ্জ সেলফি জোন বসানো হয়েছে।পূজার দিনে সাধারণ মানুষদের পাশাপাশি পূজা উদ্যোক্তাদের যেতে কোন প্রকার সমস্যা না হয় সব ধরণের ব্যবস্থা নিবে পুরসভা বলে জানান পুরপ্রধান রাম নিবাস সাহা।আগামী সোমবার বিকেলে অস্তগামী সূর্য প্রণামের মধ্য দিয়ে ছটপুজার সূচনা হবে। মঙ্গলবার সকালে, উদীয়মান সূর্য প্রণামের মধ্য দিয়ে ছটপুজার সমাপ্তি হবে। বাঙালির বারো মাসে তেরো পার্বণে জায়গা করে নেওয়া আসন্ন ছটপুজার জন্য প্রস্তুতি চলছে।
বাইট :- রাম নিবাস সাহা
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: