বারান্দায় আলাপন......
Автор: DigitalcreatorBablu94
Загружено: 2025-12-12
Просмотров: 3
Описание:
বারান্দার আলাপন
সেদিন বিকেলটা ছিল ঝিরিঝিরি বাতাসের আর কমলা রঙের সূর্যের আলোয় মাখা। রিমি তাদের ফ্ল্যাটের বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে ছিল। তার হাতে ছিল একটা আধ-পড়া বই, তবে তার চোখ বইয়ের পাতায় নয়, পাশের ফ্ল্যাটের বারান্দায়।
কয়েক মিনিট পরেই সেই বারান্দায় এলো আকাশ। সদ্য কলেজ থেকে ফিরেছে, হাতে একটা জলের বোতল। রিমিকে দেখতে পেয়ে সে হাসল।
"এই যে! কেমন আছো রিমি?" আকাশ তার স্বভাবসুলভ বন্ধুত্বপূর্ণ গলায় জিজ্ঞেস করল।
রিমি বইটা নামিয়ে রেখে উত্তর দিল, "আমি ভালো আছি, আকাশ। তুমি? আজ এত দেরি হলো যে?"
আকাশ এক ঢোকে খানিকটা জল খেয়ে বলল, "আজ আমাদের স্পোর্টস টিমের একটা জরুরি মিটিং ছিল। পরের সপ্তাহে ইন্টার-কলেজ টুর্নামেন্ট। প্রচুর প্ল্যানিং।" সে বারান্দার রেলিঙে ভর দিয়ে দাঁড়াল।
"বাহ, ভালো তো! তোমরা কোন ইভেন্টে নামছো?" রিমি উৎসাহ নিয়ে জিজ্ঞেস করল।
"প্রধানত ভলিবল। তবে আমি শর্ট-পুট আর ডিসকাস থ্রো-তেও আছি। কিন্তু ভলিবলটাই মেইন ফোকাস," আকাশ বলল। তারপর একটু চুপ করে থেকে রিমিকে খুঁটিয়ে দেখল, "তুমি আজকাল খুব চুপচাপ থাকো, কিছু হয়েছে?"
রিমি সামান্য হাসল। "না, কিছু না। আসলে ফাইনাল সেমেস্টারের প্রজেক্টের ডেডলাইন চলে আসছে তো। একটু চাপ লাগছে। ডিজাইন কনসেপ্ট নিয়ে একটা জায়গায় যেন আটকে গেছি।" রিমি আর্কিটেকচার নিয়ে পড়ছে।
আকাশ মাথা নেড়ে বলল, "বুঝতে পারছি। আর্কিটেকচার কঠিন সাবজেক্ট। একটা কথা বলি? চাপ নিও না। একটু ব্রেক নাও। জানো তো, কখনও কখনও একটা সমস্যার সমাধান তখনই মাথায় আসে যখন তুমি সেটা নিয়ে ভাবা বন্ধ করে দাও।"
রিমি আকাশের দিকে তাকাল। তার কথায় একটা আন্তরিকতা ছিল। "হতে পারে। তোমার টিমের নাম কী দিয়েছো?"
"আমরা এবার নাম দিয়েছি 'ফ্যালকন্স' (Falcons)। শুনতে কেমন?" আকাশ জিজ্ঞাসা করল।
"দারুণ! 'ফ্যালকন্স' মানে তো ক্ষিপ্রতা, উচ্চতা... তোমাদের জেদটা ভালো প্রকাশ পাচ্ছে," রিমি বলল। "আমার একটা আইডিয়া ছিল, তোমাদের জার্সির ডিজাইনে একটা ফ্যালকনের আউটলাইন ব্যবহার করতে পারো, যেটা একটা গতির আভাস দেবে।"
আকাশের চোখ উজ্জ্বল হয়ে উঠল, "অসাধারণ আইডিয়া! আমাদের ডিজাইনার কাল একটা নতুন স্কেচ নিয়ে আসবে। আমি এই আইডিয়াটা দেবই। থ্যাঙ্কস রিমি!"
"স্বাগতম," রিমি হাসল। "যাই হোক, তোমার প্র্যাকটিসের কেমন চলছে?"
"খুব ভালো। রোজ সকালে গ্রাউন্ডে যাই। অনেক কিছু শিখতে পারছি। শুধু খেলা নয়, টিমওয়ার্ক, ডিসিপ্লিন... এগুলোও খুব জরুরি," আকাশ বলল। "আচ্ছা রিমি, প্রজেক্টের জন্য তোমার কী কী দরকার? যদি কোনোভাবে হেল্প করতে পারি। যদিও আমি ডিজাইন কিছুই বুঝি না, কিন্তু হয়তো রেফারেন্স খুঁজতে সাহায্য করতে পারি।"
রিমি বলল, "সেটা তো দারুণ হবে। আসলে আমি চাইছি একটা ইকো-ফ্রেন্ডলি ডিজাইন বানাতে, যেখানে সূর্যের আলো আর বাতাস সবচেয়ে ভালোভাবে ব্যবহার করা যায়। তুমি যদি সোলার প্যানেল বা রেন-ওয়াটার হার্ভেস্টিং নিয়ে কিছু নতুন টেকনোলজির তথ্য খুঁজে দিতে পারো, খুব উপকার হবে।"
"নিশ্চয়ই! আমি আজ রাতেই ল্যাপটপ নিয়ে বসব। কাল সকালে তোমাকে কয়েকটা রিসোর্স লিঙ্ক পাঠাব। প্রজেক্টটা তোমার মনের মতো হোক, আমি চাই," আকাশ আশ্বাস দিল।
রিমি কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল, তার চোখে কৃতজ্ঞতা। "তোমাকে অনেক ধন্যবাদ, আকাশ। তুমি সত্যিই খুব ভালো বন্ধু।"
আকাশ হাসল। সূর্যটা ততক্ষণে প্রায় ডুবে গেছে, তাদের বারান্দার মাঝে হালকা অন্ধকারে বন্ধুত্ব আর পারস্পরিক শ্রদ্ধার এক অদৃশ্য বাঁধন তৈরি হয়েছে।
"তুমি আমার বন্ধু। আর বন্ধুদের সাহায্য করাটাই তো স্বাভাবিক, রিমি," আকাশ বলল। "এখন যাই, একটু ফ্রেশ হয়ে ডিনার সারতে হবে। কাল কথা হবে?"
"নিশ্চয়ই," রিমি বলল। "শুভ রাত্রি, ফ্যালকন।"
আকাশও হাসতে হাসতে বিদায় নিল, "শুভ রাত্রি, ভবিষ্যৎ আর্কিটেক্ট।"
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: