জীবন বদলে দেওয়ার মতো কিছু কথা শুনুন মনোযোগ দিয়ে।
Автор: Nur er Poth
Загружено: 2025-10-08
Просмотров: 973
Описание:
জীবন বদলাতে সময় লাগে না — দরকার একটা সত্য কথার আঘাত, একটা সঠিক দিকনির্দেশনা, বা কারো বলা একটি চিন্তাজাগানিয়া বাক্য। কখনো কখনো, মাত্র একটি লাইনই মানুষের ভিতর এক নতুন আলো জ্বালিয়ে দিতে পারে। এমন কিছু কথা আছে, যা শুনলে চোখ খুলে যায়, হৃদয় নরম হয়ে আসে, আর চিন্তা বদলে যায়। সেগুলোই হলো জীবন বদলে দেওয়ার মতো কথা।
---
✨ কিছু পরিবর্তনকারী বাস্তব কথা:
1. "আল্লাহ তোমার পরিস্থিতি তখনই বদলাবেন, যখন তুমি নিজে বদলাতে চাও।"
➤ (সূরা আর-রাদ: ১১)
– নিজেকে না বদলালে দোয়া, কাঁদা, অভিযোগ — কিছুই কাজে আসবে না।
2. "তোমার দুঃখে আল্লাহর একটা হিকমত আছে, যেটা তুমি এখন বুঝবে না।"
– সময় গেলে বুঝবে, সব কষ্টই ছিল উপকারের জন্য।
3. "সবাই তোমার সাথে থাকতে পারবে না, কারণ সবাই তোমার মতো নয়।"
– সবার মন পাওয়ার চেষ্টায় নিজের মূল্য হারিও না।
4. "যে আল্লাহর উপর ভরসা করে, সে কখনো হারায় না।"
– জীবনের অন্ধকার সময়েও যিনি আল্লাহকে আঁকড়ে ধরেন, তিনিই সফল।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: