মহিলাদের সম্মান রক্ষার্থে কলকাতা পুলিশের অনন্য অসাধারণ উদ্যোগ
Автор: SUBHASH CHANDRA DAS
Загружено: 2021-12-07
Просмотров: 18
Описание:
মহিলাদের সম্মান রক্ষার্থে কলকাতা পুলিশের অনন্য অসাধারণ উদ্যোগ
সুভাষ চন্দ্র দাশ, দক্ষিণ ২৪ পরগনা — গণ পরিবহণে কতটা নিরাপদ বোধ করেন শহরের মহিলা যাত্রীরা? অ্যাপ ক্যাব, অটোরিকশা, কিংবা ট্যাক্সি চালকদের কাছ থেকে কী ধরনের আচরণ পেয়ে থাকেন তাঁরা? কলকাতা পুলিশের কাছে এই সংক্রান্ত ব্যাপারে প্রতিনিয়ত অভিযোগ আসে। বিভিন্ন যানবাহনের চালকের দ্বারা মহিলা যাত্রীদের সম্মানহানির ঘটনা ঘটে। এই প্রবণতা রুখতেই কলকাতা পুলিশ অসাধারণ এক বিশেষ উদ্যোগ গ্রহণ করলো। যার নাম 'This Car Respects Women' (এই গাড়ি মহিলাদের সম্মান করে)। মূলত অ্যাপ ক্যাব, অটোরিকশা, এবং ট্যাক্সি চালকদের জন্য কলকাতা পুলিশের 'নির্ভয়া প্রজেক্ট'-এর অধীনে শহরের প্রতিটি ট্রাফিক গার্ড দ্বারা আয়োজিত ২৫০টি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা।যেখানে তাঁদের প্রধানত Gender Sensitisation অর্থাৎ লিঙ্গ সংবেদনশীলতা সম্পর্কে প্রশিক্ষিত করা হবে।
মঙ্গলবার সাউথ ইস্ট ট্রাফিক গার্ডের উদ্যোগে নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয় এমনই এক বিশেষ প্রথম কর্মশালা।কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্র।
উল্লেখ্য কলকাতা পুলিশের আওতাধীন ২৫ টি ট্রাফিক গার্ডের প্রত্যেকেই মাথাপিছু ১০ টি কর্মশালার আয়োজন করবে। প্রতিটি কর্মশালায় অংশগ্রহণ করবেন ৫০ জন চালক। আগামী দিনে আরো ১২ হাজার ৫০০ জন চালককে প্রশিক্ষিত করা হবে। চলতি মাসের শেষ পর্যন্ত ক্রমাগত চলবে এই কর্মশালাগুলি। প্রশিক্ষণ শেষে প্রত্যেক চালকের হাতে তুলে দেওয়া হবে শংসাপত্র এবং তাঁদের গাড়িতে সাঁটা হবে স্টিকার, যাতে লেখা থাকবে, 'এই গাড়িতে আপনি সুরক্ষিত'।
সৌজন্য-KOLKATA POLICE ফেসবুক পেজ
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: