হোমার : প্রাচীন গ্রিক মহাকবি র বর্ণময় জীবন কাহিনী
Автор: Ami Avijit Bolchi
Загружено: 2024-07-04
Просмотров: 1282
Описание:
Join this channel to get access to perks:
/ @amiavijitbolchi
তিনি সম্ভবত একজন আইওনিয়ান গ্রিক ছিলেন। আনুমানিক অষ্টম খ্রিস্টপূর্বাব্দে এশিয়া মাইনর (আধুনিক তুরস্ক) উপকূলে অথবা সংলগ্ন দ্বীপগুলোর কোনো একটিতে বসবাস করতেন। কিংবদন্তি অনুসারে তিনি অন্ধ ছিলেন এবং নানা জায়গায় ঘুরে ঘুরে চারণ কবি হিসেবে জীবিকা নির্বাহ করতেন। মনে করা হয়, তিনি যে নিরক্ষর ছিলেন, সেই বিষয়টিকে আড়াল করার জন্য উদ্দেশ্যমূলকভাবে তাঁকে অন্ধ বলা হয়েছে অথবা এও হতে পারে, জীবনের শেষ দিকে তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন।
বাইজেন্টাইনের বেশ কিছু পণ্ডিত তাঁর প্রারম্ভিক জীবন নিয়ে ছয়টি জীবনী লিখেছেন, কিন্তু সেই জীবনীগুলোকে বিশ্বাসযোগ্য বলে বিবেচনা করা হয় না। হোমারের অস্তিত্ব নিয়েও অনেক প্রশ্ন আছে। কেউ কেউ এমনও বলেছে, ‘ওডিসি’র লেখক জনৈক সিসিলীয় তরুণী। ‘কবি হোমার’ শুধু একটি ধারণামাত্র। যা হোক, ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দুটি মহাকাব্যের রচয়িতা হিসেবে তবু হোমারের অস্তিত্ব রয়ে গেছে।
#information #history #bengali #biography
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: