ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

জান্নাত লাভের সহজ ১ টি আমল "সাইয়্যেদুল ইস্তেগফার"।শিখুন খুব সহজেই।

Al Jibran Darul Quran Academy

islamic educetion

Автор: Al Jibran Darul Quran Academy

Загружено: 2024-04-25

Просмотров: 301

Описание: ভিজিট করুন :
আমাদের ফেসবুক পেইজ
https://www.facebook.com/AlJibranDQAc...
বিস্তারিত জানতে কল করুন
01716936267

আসসালামু আলাইকুম
আমাদের সকল দর্শকের দৃষ্টি আকর্ষণ করছি,
আমাদের প্রতিটি কাজ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। সুন্দর ভিডিও নির্মাণ এর জন্য স্পন্সর এবং ডোনেশন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের আয়োজনগুলো তৈরিতে এর শুন্যতা ভীষণ । আল্লাহর অশেষ রহমত, নিজেদের আন্তরিক প্রচেষ্টা এবং আপনাদের অব্যাহত ভালোবাসায় আমাদের এগিয়ে চলা । আশাকরি আপনার সুযোগ থাকলে ভিডিও নির্মানের জন্য স্পন্সর অথবা ডোনেট করে আমাদের এই পথচলাকে গতিশীল করবেন ইনশাআল্লাহ ।
প্রয়োজনে যোগাযোগ করুন- 01716936257

👉 আমাদের একাডেমী কেন ব্যতিক্রম?
হিফজুল কোরআন ও জেনারেল শিক্ষার সমন্বয়ে ব্যতিক্রমধর্মী কারিকুলাম।
১. বিশুদ্ধ আকীদা ও মানহাজে পাঠদান।
২. জাতীয় শিক্ষা কারিকুলাম ও ইসলামী শিক্ষার সমন্বিত সিলেবাস।
৩. আরবি ও ইংরেজি ভাষায় দক্ষ বানানোর লক্ষ্যে যোগ্য এবং অভিজ্ঞ শিক্ষক প্যানেল।
৪. পর্যাপ্ত আলো-বাতাস, পরিচ্ছন্ন শ্রেণিকক্ষ ও নিরিবিলি আবাসন ক্যাম্পাস।
৫•প্রতিটি ব্যাচে আসন সংখ্যা 15 জন
৬⦁ ক্লাসের পড়া ক্লাসেই কমপ্লিট করার ব্যবস্থা
৭•প্রত্যেক ছাত্রদের জন্য রয়েছে মাসিক প্রতিবেদন পর্যালোচনা।
৮. জাতীয় ও আন্তর্জাতিক মানের ক্বারিদের মাধ্যমে নিয়মিত ক্বিরাতের মাশকের সুব্যবস্থা।
৯. প্রবাসী ও ব্যস্ত অভিভাবকগণের সন্তানদের দায়িত্ব গ্রহণ।
১০⦁ অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ ও মতামত গ্রহনের ব্যবস্থা।
১১⦁ দেশসেরা শিক্ষাবিদ ও মোটিভেশনাল স্পিকার দিয়ে মোটিভেশন দেয়ার ব্যবস্থা।
১২⦁শরীরচর্চার জন্য রয়েছে নিয়মিত অ্যাসেম্বলি ও পিটি প্যারেড।
এছাড়াও রয়েছে
. নসীহাতমূলক প্রোগ্রাম ।
. বিষয়ভিত্তিক আলোচনা ও হাদিস পাঠ ।
. সংশোধন মূলক আলোচনা সভা
. বিষয়ভিত্তিক দোয়া,হাদিস ও মাসাআলা মুখস্ত করন ।
. মনীষীদের জীবনী আলোচনা
. সালাত,অযু,পবিত্রতার প্রশিক্ষণ।
👉 আমাদের প্রতিষ্ঠানটি ২ টি বিভাগে বিভক্ত:
১। তাহফীযূল কুরআন বিভাগ
ক) প্রি-তাহফীযুল কুরআন (নুরানী ও নাযেরা)
খ) তাহফীযুল কুরআন(শুরু হওয়ার পর থেকে ৩ বছরের মধ্যে হিফজ সম্পন্ন ইনশাআল্লাহ)
গ) হিফয রিভিশন বা শুনানী
২। জেনারেল বিভাগ(প্লে থেকে অষ্টম শ্রেণী)
প্লে,নার্সারি ও প্রথম শ্রেণীর পাশাপাশি
বিশুদ্ধ নূরানী পদ্ধতিতে কায়দা,আমপারা,নাজেরা সম্পন্ন।
এরপর ধারাবাহিকভাবে হিফজ চলবে
এবং শুনানির পাশাপাশি জেনারেল ক্লাসও চলবে ৮ম শ্রেনী পর্যন্ত
👉 মাদরাসার কার্যক্রম:• আবাসিক• অনাবাসিক• ডে-কেয়ার
👉 আমাদের একাডেমির বৈশিষ্ট্যাবলী:
• লিফট সমৃদ্ধ ১১ তলা বিশিষ্ট ভবন(প্রস্তাবিত কাজ চলমান)
• ২৪ ঘন্টা বিদ্যুৎ সুবিধার জন্য রয়েছে পাওয়ারফুল জেনারেটর এর সুব্যাবস্থা।
• সিসিটিভি ও সার্বক্ষণিক গেইটলক নিরাপত্তা ব্যবস্থা ।
• সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী।
• আরবি ও ইংরেজিতে অনর্গল কথা বলার যোগ্যতা অর্জন।
• আবাসিক শিক্ষার্থীদের জন্য ৩ বেলা স্বাস্থ্যসম্মত খাবার ও ২ বেলা নাস্তা এবং রাতের শেষ খাবার হিসেবে ফল, দুধ ও মিষ্টি পরিবেশন।
• পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসের সমন্বয়ে পরিচ্ছন্ন ক্লাসরুমের সুব্যবস্থা।
• নিরিবিলি ও মনোরম পরিবেশে আবাসন ব্যবস্থা।
• প্রত্যেকের জন্য উন্নত মানের এস এস খাট
ও লকার এর সুব্যবস্থা(প্রস্তাবিত)
⦁আবাসিক শিক্ষার্থীদের পোশাক পরিচ্ছদ পরিস্কারের জন্য রয়েছে অত্যাধুনিক ওয়াশিং মেশিনের সুব্যবস্থা।
• খেলাধুলা ও বিনোদনের জন্য রয়েছে দোলনা, স্লাইডার,স্লিপার ও বিভিন্ন রাইডস এর সুব্যবস্থা।
এছাড়াও রয়েছে আসর থেকে মাগরিব মাঠে খেলাধুলার সু ব্যবস্থা।
• বিশুদ্ধ পানি পানের জন্য রয়েছে গরম,ঠান্ডা, ও নরমাল পানির অটোমেটিক ইলেকট্রিক ফিল্টার।
•শিশুদের শিক্ষা উপযোগী ডিজিটাল উপকরণ, (স্মার্ট টিভি, স্মার্ট বোর্ড, সাউন্ড সিস্টেম)
•শিক্ষার্থীদের হাজিরা কল এবং অভিভাবকদের মোবাইলে এসএমএস প্রদানের জন্য রয়েছে বায়োমেট্রিক পদ্ধতির ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ।
• নিয়মিত হেলথ চেকাপ ও চিকিৎসা সেবার জন্য রয়েছে প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত অভিজ্ঞ চিকিৎসক।
•সুন্দর হস্তাক্ষর প্রশিক্ষণ ও প্রতিযোগিতা।
•শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশে জাতীয় বেতার ও টেলিভিশনের শিল্পীদের মাধ্যমে নিয়মিত ইসলামিক সংগীত ও নাশিদ প্রশিক্ষণ।
•এছাড়া শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে আন্তঃ, বিভাগীয়,জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুব্যবস্থা।
✍️ ভর্তির বিস্তারিত নিয়মাবলী:
*যে শ্রেণীতে ভর্তি করা হয়:
"নূরানী বিভাগ:(কায়দা ও আমপারা)
"হিফজুল কুরআন বিভাগ (নাজেরা ও হিফজ)
"জেনারেল বিভাগ:(প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত)
✍️ ভর্তি পরীক্ষার ধরন:
কি/ লিখিত পরীক্ষা,খ/মৌখিক পরীক্ষা
যে ক্লাসে ভর্তি হতে ইচ্ছুক তাকে পূর্ববর্তী ক্লাসের আরবি, ইংরেজি, বাংলা ও গণিত বিষয়ের উপর ১০০ নাম্বারের লিখিত ও মৌখিক ভর্তি পরিক্ষায় অংশগ্রহণ করতে হবে।
👉 ভর্তি প্রক্রিয়া:
(১) ৩০০টাকার বিনিময়ে অফিস থেকে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে।
(২) প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত ফরমে সকল তথ্য প্রদান করতে হবে।
(৩) ভর্তির সময় ছাত্রের জন্ম নিবন্ধন সার্টিফিকেট জমা দিতে হবে।
(৪) ফরমের সাথে দুই কপি পাসপোর্ট ও দুই কপি স্ট্যাম্প সাইজের ছবি জমা দিতে হবে।
(৫) অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জমা দিতে হবে।
(৬) অভিভাবকের এক কপি করে পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।
(৭) ভর্তির সময় অভিভাবক ও শিক্ষার্থীকে স্বশরীরে উপস্থিত থাকতে হবে।
(৮) প্রতিষ্ঠানের নির্ধারিত ফি ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।
(৯) কেবলমাত্র ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ হলেই প্রার্থী ক্লাসে ভর্তি হতে পারবে নতুবা এক ক্লাস নিচে (আসন খালি থাকা সাপেক্ষে) ভর্তি হতে পারবে।
ভর্তি পরিক্ষার পাস নাম্বার হবে শতকরা ৬০% ।
👉ঠিকানা;
পঙ্খুমিয়া জামে মসজিদের সামনে,সারুলিয়া,ডেমরা-ঢাকা।
👉 আমাদের সম্পর্কে আরো জানতে চোখ রাখুন
👉ওয়েবসাইট:
https://aljibrandqa.com
👉ইমেইল:
[email protected]

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
জান্নাত লাভের সহজ ১ টি আমল "সাইয়্যেদুল ইস্তেগফার"।শিখুন খুব সহজেই।

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

© 2025 ycliper. Все права защищены.



  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности



Контакты для правообладателей: [email protected]