শুটিংয়ে পান খাওয়ার অভিজ্ঞতা জানালেন চঞ্চল চৌধুরী। Bijoy TV
Автор: BIJOY TV
Загружено: 2022-07-28
Просмотров: 7022
Описание:
ছোট ও বড় দুই পর্দার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। দীর্ঘ অভিনয় জীবনে অনেক দর্শকপ্রিয় নাটক ও সিনেমা উপহার দিয়েছেন তিনি। আর সেসব কাজের জন্য যেমন পেয়েছেন মানুষের ভালোবাসা, তেমনই স্বীকৃতিস্বরূপ পেয়েছেন পুরস্কারও।
এদিকে, আগামী ৩০ জুলাই মুক্তি পাচ্ছে চঞ্চল চৌধুরী অভিনীত ‘হাওয়া’ সিনেমা। মুক্তি আগেই সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে বেশ উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। জানা যায়, সিনেমার অগ্রিম এরই মধ্যে বিক্রি হয়ে গেছে।
সিনেমাটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। সিনেমায় তার চরিত্রের নাম ‘চাঁন মাঝি’। সম্প্রতি, গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে হাওয়া সিনেমায় নিজের অভিজ্ঞতার কথা জানালেন এ অভিনেতা।
তিনি বলেন, চরিত্রের প্রয়োজনে অনেক কিছুই করতে হয়। এরমধ্যে এ ছবিতে চাঁন মাঝি চরিত্রের জন্য তাকে পান খেতে হয়েছে। তবে ব্যক্তিজীবনে তিনি কখনই পান খাননি। এমন পান খাওয়া লাগবে, যাতে দাঁতগুলো যেন কালো থাকে।
তবে এই পান খাওয়াতে বিপত্তি বাধে এ অভিনেতার। প্রতিদিন ১৫ থেকে ২০টি করে পান খেতে হতো তাকে। এ বিষয়ে অভিনেতা বলেন, পান খেতে খেতে তার গালের অবস্থা খারাপের দিকে যেতে শুরু করে। তারপরও প্রায় ৪০-৪৫ দিন তাকে টানা পান খেতে হয়েছে। একপর্যায়ে এমন অবস্থা হলো, শুটিং না থাকলেও তিনি সময় পেলেই পান খেতে শুরু করেন।
এদিকে, ‘মনপুরা’ সিনেমা দিয়েই বাজিমাত করেছিলেন চঞ্চল চৌধুরী। আর ‘আয়নাবাজি’ দিয়ে জনপ্রিয়তার ঢেউ ছড়িয়ে দেন সর্বত্র। এরপর ‘দেবী’ তাকে অন্য উচ্চতায় নিয়ে যায় অভিনেতা হিসেবে। আর আগামীতে মুক্তি পাচ্ছে তার অভিনীত সিনেমা ‘হাওয়া’।
copyright © A BIJOY TV Production-2022
সঙ্গে থাকুন বিজয় টিভির সাথে
Website: http://bijoy.tv/
Facebook: / bijoytvlimited
Youtube: / bijoytvofficial
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: