নতুন নিবন্ধিত তিন দলই ঘোষণা করেনি ইশতেহার || Jatiya Party || Workers' Party || Election || Bnanews24
Автор: Bnanews24
Загружено: 2023-12-25
Просмотров: 200
Описание:
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ সংসদ নির্বাচন। এর মধ্যে দুটি দল ইশতেহার ঘোষণা করলেও অধিকাংশ দলের কোন তোড়জোড় নেই। দল দুটি হচ্ছে জাতীয় পার্টি ও ওয়ার্কার্স পার্টি। জাতীয় পার্টি বৃহস্পতিবার ও ওয়ার্কার্স পার্টি শনিবার ইশতেহার ঘোষণা করে । আওয়ামী লীগ ২৭ ডিসেম্বর নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি ঘোষণা করবেন। ২৬ ডিসেম্বর নির্বাচনি ইশতেহার ঘোষণা করার কথা রয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের।
নির্বাচনে অংশ নেওয়া বাকি দলগুলোর ইশতেহার ঘোষণা কবে হবে? নাকি আদৌ হবে না-এ নিয়েও সুস্পষ্ট কোনো বক্তব্য দেখা যাচ্ছে না দলগুলোর তরফে।
নির্বাচন কমিশন (ইসি)র তথ্য অনুযায়ী, নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ২৭টি দল ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে। এসব দলের ১৫১৭ জন এই নির্বাচনে প্রার্থী হয়েছেন। আওয়ামী লীগের ২৬৬, জাতীয় পার্টির ২৬৫ প্রার্থী রয়েছেন। সমঝোতার অংশ হিসাবে জাতীয় পার্টির ২৬টি আসনের বিপরীতে কোনো দলীয় প্রার্থী দেয়নি আওয়ামী লীগ। একইভাবে শাসক দলটি তাদের তিন শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে দুটি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদকে তিনটি এবং জাতীয় পার্টি-জেপিকে একটি সহ ছয়টি আসনে ছাড় দিয়েছে। ১৪ দলীয় জোটের শরিক তিনটি দলের ছয় প্রার্থীই আওয়ামী লীগের নির্বাচনি প্রতীক নৌকা নিয়ে ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন।
নতুন নিবন্ধন পাওয়া তিনটি দল এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে। এরমধ্যে তৃণমূল বিএনপি ১৩৪ আসনে, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম ৫৪ আসনে এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি ৭৯ আসনে প্রার্থী দিয়েছে। কিন্তু নবগঠিত দলগুলো এখন পর্যন্ত প্রকাশ করেনি তাদের নির্বাচনি ইশতেহার।
নিবন্ধিত অন্য রাজনৈতিক দলের মধ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ২৬, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ৬৪, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ৩৯, ইসলামী ঐক্যজোট ৪২, কৃষক শ্রমিক জনতা লীগ ২৯, গণফোরাম ৯, গণফ্রন্ট ২১, জাকের পার্টি ২১, জাতীয় পার্টি-জেপি ১৩, ন্যাশনাল পিপলস পার্টি ১২২, বিকল্পধারা ১০, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ৩৭, বাংলাদেশ কংগ্রেস ৯৫, বাংলাদেশ কল্যাণ পার্টি ১৬, বাংলাদেশ খেলাফত আন্দোলন ১১, বাংলাদেশ জাতীয় পার্টি ৫, বাংলাদেশ তরিকত ফেডারেশন ৩৮, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ৫, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ ৪৫, বাংলাদেশ মুলিম লীগ ৪, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ৬৩ এবং বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) ৪টি আসনে প্রার্থী দিয়েছে। এরমধ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ছাড়া আর কেউই এখন পর্যন্ত তাদের দলের নির্বাচনি ইশতেহার ঘোষণা করেনি।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কিছু দল আছে যেগুলো নির্বাচন এলে জেগে ওঠে, বাকি সময় ঘুমিয়ে থাকে। খোঁজ নিলে দেখা যাবে এসব দলের প্রার্থীরা কাগজে-কলমে নির্বাচনে আছে, বাস্তবে এদের একজনও নির্বাচনি মাঠে নেই, নির্বাচনের প্রচারণায়ও নেই। তাই এদের কাছে ইশতেহার গুরুত্বপূর্ণ নয়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: