সৌদি আরব খুলছে প্রথম মদের দোকান | First Alcohol Store opening in Riyadh, Saudi Arabia
Автор: NEWS AID GLOBAL
Загружено: 2024-01-24
Просмотров: 1930
Описание:
ইসলাম ধর্মে যে কোনও ধরনের নেশাকেই ‘হারাম’ বা নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। তাই সৌদি আরবে মদ সম্পূর্ণ নিষিদ্ধ। তবে বিভিন্ন সূত্রে অ-মুসলিম বহু মানুষই বসবাস করেন সেই দেশে। তাঁদের কথা মাথায় রেখেই দেশের রাজধানী রিয়াধ শহরে এই প্রথম মদের দোকান খোলার সিদ্ধান্ত নিয়েছেন সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন।
তবে মদের দোকান থেকে শুধুমাত্র অ-মুসলমান কূটনীতিকরাই মদ কিনতে পারবেন। বুধবার এই সংক্রান্ত একটি বিবৃতি পেশ করা হয়েছে সৌদি আরবের পক্ষ থেকে। বিবৃতিতে বলা হয়েছে, মদ কিনতে গেলে আগে সেই দেশের সরকার প্রদত্ত নির্দিষ্ট মোবাইল অ্যাপে গিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে। এর পরবর্তী ধাপে পররাষ্ট্র মন্ত্রক থেকে ক্লিয়ারেন্স কোড আসবে। সেই কোড পেলে তবেই নির্দিষ্ট পরিমাণ মদ কিনতে পারবেন অ-মুসলমান কূটনীতিকরা। জানা গিয়েছে, রাজধানীর যেখানে বিভিন্ন দেশের দূতাবাস তথা কূটনীতিকদের কোয়ার্টার রয়েছে, সেখানেই খোলা হবে সৌদির প্রথম মদের দোকানটি।
#saudiarabia #alcohol #riyadh #alcoholstore #nonmuslim #middleeast #diplomats #banglanews #shorts
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: