পঞ্চগড়ের করতোয়ায় নৌকা ডুবি,,,
Автор: দেবীগঞ্জ সংবাদ Debiganj Songbad
Загружено: 2022-09-25
Просмотров: 759
Описание:
পঞ্চগড়ে করতোয়ায় নৌকাডুবী, নিহতের সংখ্যা বেড়ে ২৫
_ মোঃ সিরাতুল মোস্তাকিম
পঞ্চগড়ে বোদা উপজেলায় করতোয়া নদী পাড়াপাড়ের সময় অতিরিক্ত যাত্রীর চাপে নৌকাডুবীর ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত ২৫ টি লাশ উদ্ধার করা হয়ছে ।
রবিবার( ২৫ সেপ্টেম্বর) দুপুর ২ টায় বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় ১২০ জন যাত্রী নিয়ে ডুবে যাওয়া নৌকাটির অধিকাংশ যাত্রী এখনো নিখোঁজ। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী নারী-পুরুষ ও শিশু সহ ২৫ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্ধার কাজে অংশ নিয়েছে। পাশাপাশি স্থানীয়রাও উদ্ধার কাজে সহযোগিতা করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সনাতন ধর্মাবলম্বীদের উৎসব মহালয়াকে কেন্দ্র করে পার্শ্ববর্তী বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরে পূজার আয়োজন করা হয়। সেখানে অংশ নিতে জেলার বিভিন্ন এলাকা থেকে পূণ্যার্থীরা বদেশ্বরী মন্দির যাওয়ার জন্য মাড়েয়ার আউলিয়া ঘাটে উপস্থিত হন। পূজার কারণে অন্যান্য দিনের তুলনায় যাত্রীদের চাপ বেশি ছিল আজ। দুপুর ২ টার দিকে অতিরিক্ত যাত্রী উঠানোর কারণে নৌকাটি মাঝ নদীতে আসা মাত্র ডুবে যায়। গত তিন দিনের ভারী বর্ষণের কারণে নদীতে পানি বৃদ্ধি পায়। ফলে নৌকা ডুবে যাওয়ায় মাঝ নদী থেকে নৌকার অধিকাংশ যাত্রী সাঁতার কেটে তীরে ফিরতে পারেননি।
আউলিয়ার ঘাটে উদ্ধার অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তা লিডার শাহজাহান আলী বলেন, "আমরা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ অব্যাহত রেখেছি। নদীর পানি বেশি হওয়ায় উদ্ধার কাজে ব্যাঘাত ঘটছে। উদ্ধার কাজে অংশ নিতে রংপুর থেকে ডুবুরী দল আসছেন।"
পঞ্চগড় জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়,
" উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। এখন পর্যন্ত ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত সদস্যের প্রতিটি পরিবারকে লাশ সৎকারের জন্য আপাতত ২০ হাজার টাকা প্রদান করা হচ্ছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পঞ্চগড়কে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।"
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: