শরীয়তপুর সখিপুর থানা পুলিশ কর্তৃক আয়োজিত কমিউনিটি পুলিশিং সমাবেশ|Mohespur|71Bangla TV
Автор: 71 Bangla Tv
Загружено: 2018-09-24
Просмотров: 1061
Описание:
শরীয়তপুর জেলা ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানা কর্তৃক আয়োজিত কমিউনিটি পুলিশিং ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ সেপ্টেম্বর ) বিকাল ৫ টার সময় সখিপুর থানা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথীর বক্তব্যে শরীয়তপুর জেলা পুলিশ সুপার অব্দুল মোমেন বলেন,কমিউনিটি পুলিশিং হচ্ছে জনগণের সঙ্গে পুলিশের আস্থার এক সেতুবন্ধন জঙ্গিবাদ ও মাদক থেকে সমাজকে সচেতন ও মুক্ত রাখার জন্যে কমিউনিটি পুলিশিং এর দায়িত্ব হবে সবচেয়ে বেশি। যে কোন ধরনের মাদক,জঙ্গিবাদ ও সমাজে অপরাধের মূল হোতাদের সম্পকে পুলিশকে অবহিত করা। বিশ্বের প্রায় সকল দেশেই কমিউনিটি পুলিশিং ব্যবস্থা বিদ্যমান রয়েছে। যদি বিবেকের কাছে সচেতেন না হন,তাহলে পুলিশ একা সমাজের শান্তি আনতে পারবেনা।
সখিপুর থানার ভারপ্রাপ্ত র্কমকর্তা মনজুরুল হক আকন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন,শরীয়তপুর জেলা সহকারী পুলিশ সুপার ভেদরগঞ্জ থানার সার্কেল জনাব কলোল কুমার দও,সখিপুর থানা কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক জিতু মিয়া বেপারি,জেলা পরিষদের সদস্য কাইয়ুম পাইক,চরভাগা ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান সিকদার,সখিপুর ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরদার,কাঁচিকাটা ইউনিয়নের চেয়ারম্যান হাসেম মাষ্টার,ডিএম খালি ইউনিয়নের চেয়ারম্যান জসিম মাদবর সহ প্রমুখ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: