সাংবাদিকতায় পাঁচটি W ও একটি H কি
Автор: বকরম-Bazz
Загружено: 2025-01-11
Просмотров: 86
Описание:
বিডাগ-পঠন-পাঠন
সকল বিষয়ে সবাইকে একটা ডিগ্রী বা ডিপ্লোমা করার পরের সে সেই বিষয়ে চাকরি পায়। সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়টি না পড়েও লোকে সেই বিষয় কাজ করতে পারে। যেহেতু সেখানে কৌতুহল, লেখনী, বিষয় সম্পর্কে আগ্রহ, জানার ইচ্ছা, প্রশ্ন করার সাহস ইত্যাদি প্রভৃতি ছাড়াও ভালো কমিউনিকেশন, অনুসন্ধিৎসু মন ও বুঝিয়ে বলতে পারার মতো ইচ্ছা, কিছুটা ফেলু মিত্তির লুকিয়ে থাকলে, সে বা সেই নির্দিষ্ট মানুষটি সাংবাদিকতার সাথে যুক্ত হয়ে যায়। বাকিটা সে অভিজ্ঞতা থেকে শিখে নেয়। দেখতে ভালো হওয়াটা বাজারু মিডিয়ার দাবি। সেগুলো নিয়ে আলাদা কথা হবে। তবে প্রেজেন্টেবেল হওয়াটা জরুরি যদি ক্যামেরার মুখোমুখি হন। তা বাদে লাগে কেবল ফাইভ ডাব্লুস আর ওয়ান এইচ।
এবার কথা হলো তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো এই বিষয়টাকে নিয়ে না পড়াশোনা করলে এই বিষয় ও পেশার প্রতি দায়িত্বটা তৈরি হয় না। এই পেশা যেহেতু নির্দিষ্ট কোনো গন্ডির মধ্যে আটকে থাকেনা তাই এর এথিক্সটা জানা, বোঝা খুব জরুরী। ইয়েলো জার্নালিজম, পাপরৎজি জার্নালিজম ও গণজ্ঞাপনের একটি অংশ, তাও খবরের সবটা তাই দিয়ে ভরিয়ে দেওয়া যায় না। বিজ্ঞাপন বিষয়টি যেহেতু পাঠ্য, সেহেতু খবর ছাড়া বিজ্ঞাপন দিয়ে ভরিয়ে দেওয়া যায়না। যেহেতু ব্যবসায়ীরা ব্যবসা করতে নেমেছে সেহেতু খবর জানানো বাদ দিয়ে সব হচ্ছে, তাহলে কি করে সেটা খবরের চ্যানেল বা কাগজ বলে প্রচার করা হচ্ছে? আসলে তো ঠকানো হচ্ছে। অবশ্য ঠকছি না আমরা কোথায়? ওই যে বললাম দায়িত্বটা, এথিক্সটা না পড়লে এ দায়িত্ববোধ তৈরি হবেনা। তাতে করেও আপনি ভালো সাংবাদিক, নির্ভীক সাংবাদিক আরো অনেক উপাধি পেতে পারেন। কারণ সংবাদের সংজ্ঞাটা পাল্টে দিয়েছে ব্যবসায়ীরা। কারণ তারা এই বিষয়টি নিয়ে পড়েনি। পড়তে চায় ও না। ক্যামেরা, স্যাটেলাইট ব্যবহার করে তারা যেটা করে তার হলো প্রচার। দলের প্রচার, বাজারের প্রচার, যে টাকা দেবে তার প্রচার।
তাই এখানে দোষ কারুর নেই। সে তো গণতন্ত্র নেই কিন্তু আপনি আমি প্রমাণ করতে পারবো না। ঘাড় ধরে না হোক, পায়ে ধরে, নেচে গেয়ে তারা আমাদের একটি ভোট আদায় করবেই। আমরা এতেই সন্তুষ্ট, কারণ এর থেকে ভালো গণতন্ত্রের উদাহরণ আর আমাদের নেই।
আমরা জানি ভারতবর্ষে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়টি পড়ানো হলেও, কাজের ক্ষেত্রে সম্পূর্ণ অন্য বিষয় চলে। ভারতবর্ষে সাংবাদিকতা ও সাংবাদিকদের অবস্থান খুব খারাপ জায়গায় পৌঁছে গেছে। সেই সব ভাগ লিখে আর লেখাটাকে ভারি করলাম না। বরং আসুন আপনারা যাদের জন্য এই সব মিডিয়া ব্যবসায়ীরা টাকার গদি তৈরি করছে, তাদের কাছে গণতন্ত্রের পাঁচটি ডাব্লুস ও একটি এইচ দাবি করুন।
গণতন্ত্রে মানুষই শেষ কথা। তাই, আপনারা সেই সব খবরের বিরুদ্ধে সোচ্চার হোন, যে খবরে ফাইভ ডাব্লুস ও ওয়ান এইচের কোনো মূল্য নেই। আগামীতে
আপনারাও শিখে নিন। আপনারা দায়িত্ব নিন।
কপি-নবনীতা ভট্টাচার্য
বানান-এডিট-ধ্রুবজ্যোতি দাশগুপ্ত
#journalism
#journalist
#vlog
#vlogger
#vlogs
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: