লন্ডন প্রবাসী, কমিউনিটি একটিভেষ্ট ফারুক মিয়ার গারডেনে সবজি বাগান।
Автор: MB ONLINE MEDIA
Загружено: 2019-09-02
Просмотров: 35
Описание:
আমার মনে হয় আগামী পাছ বৎসরের মধ্যে যুক্তরাজ্য প্রবাসীদের, বাংলাদেশী স্ববজী ও কিছু ফল কেনা খাওয়া লাগবেনা................।
হয়ত সে সময় আসছে। কারন এখন বিলাতে নতুন প্রজন্মরা এই সব ফল ও সবজী নিজের গারডেনে রোপন করতে উৎসুক কারন ঘরের সাথে গারডেন তাই ওরা সব সময় দেখতে পারে। এবং যখন ফল গুলা নিজের হাতে পারে তখন তাদের মনে অনেক আনন্দ আসে যদি আবহাওয়া ভাল থাকে তবে এদেশে অনেক কিছ চাষ করা সম্ভব....।
এবারে লন্ডম প্রবাসী ফারুক মিয়া জানান আমার গারডেনে অনেক স্ববজী ও ফলের গাছ হয়েছে........। যেমন ফল,আম কাটাল । লেমন গাছ, বাদাম, আংগুর, কলা গাছ ওয়াটার মেলন চেরী দেসী কিরা এবং জামির ও শেষে খাজুরের গাছ...............................।
এগুলা অনেকটা গাছ হয়েছে আবার অনেকটায় ফলও এসেছে................।
স্ববজী হল যেমনঃ চিচিঙ্গা, উরি , ফুল কবি, পাতা কবি , বেগুন, পেপচিগাম,কছু,ডুগী,নালীগাছ, কাচা মরিছ, নাগা মরিছ, দেরেশ , বাংলা কদু, সপরী কদু আজ এ গুলা তুলতে গিয়া পরিবারের ছোট বড় সবার মুখে যে হাসী খুশী দেখলাম তাই সবার সংগে সিয়ার করলাম.......................। আর আজকের এ গুলা লেখার উদ্দেশ্য হল প্রবাসীদেরকে উৎসাহ দেওয়া।
সবাইকে ধন্যবাদ
বিনীত ফারুক মিয়া কমিউনিটি একটিভেষ্ট।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: