সেয়ানা চাষি || Seyana Chasi | Bangla Cartoon | Bangla color cartoon | Thakurmar Jhuli
Автор: Bangla color cartoon
Загружено: 2025-02-08
Просмотров: 1198
Описание:
সেয়ানা চাষি এমন একজন ব্যক্তি, যিনি শুধু চোরই নন, বুদ্ধিমান ও কৌশলীও বটে। তিনি চুরি করার সময় সাধারণ চোরদের মতো বেপরোয়া নন; বরং ধুরন্ধর বুদ্ধি খাটিয়ে নিজের চুরি ধরা পড়তে দেন না। একইসঙ্গে তিনি চাষাবাদও করেন, যা তাকে গ্রামবাসীদের চোখে একজন নিরীহ কৃষকের ছদ্মাবরণ দেয়।
চরিত্রের বৈশিষ্ট্য:
চতুর ও ধুরন্ধর:
সহজেই পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে পারেন।
ধরা পড়ার সম্ভাবনা কমাতে সবসময় নতুন নতুন কৌশল বের করেন।
ছদ্মবেশী জীবনযাপন:
সেয়ানা চাষি দিনের বেলা একজন সাধারণ কৃষক, যিনি মাঠে কাজ করেন।
রাতের অন্ধকারে তিনি হয়ে ওঠেন এক দুর্ধর্ষ চোর।
মানুষকে মুগ্ধ করার ক্ষমতা:
সেয়ানা চাষি কথা বলায় খুব পারদর্শী, তাই সহজেই অন্যদের বিশ্বাস অর্জন করেন।
চুরি করলেও কাউকে সন্দেহ করার সুযোগ দেন না।
চুরি করার ধরণ:
সেয়ানা চাষি ধরা পড়লে চটপট মিথ্যা বলে বা অন্য কাউকে সন্দেহের জালে ফেলে দেন।
নিজের চোরাই কাজের জন্য কখনোই অনুশোচনা করেন না, বরং এটাকে শিল্প হিসেবে দেখেন।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: