অর্শ বা পাইলস রোগের চিকিৎসা/পাইলস থেকে মুক্তির উপায়/piles problem treatment
Автор: মন ছুঁয়ে যাওয়া গল্প
Загружено: 2022-10-29
Просмотров: 177
Описание:
অর্শ বা পাইলস রোগের চিকিৎসা/পাইলস থেকে মুক্তির উপায়/piles problem treatment
অর্শরোগ (ইংরেজি: Haemorrhoids, মার্কিন ইংরেজিতে Hemorrhoids, হেমোরয়েডস) ইউকে: /ˈhɛmərɔɪdz/, হল পায়ূ পথে বিদ্যমান অঙ্গ রক্তনালী যা মল নিয়ন্ত্রণে সহায়তা করে। ফোলা বা প্রদাহ থেকে এগুলো রোগ সংক্রান্ত বিষয় বা পাইলস-এ পরিণত হয়। শারীরবৃত্তীয় পর্যায়ে এগুলো ধমনী-শিরা পথ এবং যোজক কলা দ্বারা গঠিত কুশনের ন্যায় কাজ করে।অস্বাভাবিক অর্শরোগের উপসর্গ এর ধরনের ওপর নির্ভরশীল। সাধারণত অভ্যন্তরীণ অর্শরোগের ক্ষেত্রে মলদ্বারে রক্তপাত লক্ষ করা যায় যা বেদনাবিহীন। আর বাহ্যিক অর্শরোগ হলে কয়েকটি উপসর্গ দেখা দিতে বা থ্রমবোজড (রক্তনালীতে গঠিত) হলে তা মলদ্বার অঞ্চলে লক্ষণীয় মাত্রায় ব্যথা ও স্ফীতির কারণ হতে পারে। অনেক লোক পায়ূ-মলদ্বার অঞ্চলের চারদিকে যে কোনো উপসর্গ দেখা দিলেই তা “হেমোরয়েডস” ভেবে ভুল করে, যেগুলোকে উপসর্গের মারত্মক কারণ হিসাবে উপেক্ষা করা উচিত।হেমোরয়েডস এর প্রকৃত কারণ অজানা থাকলেও পেটের ভিতরে চাপ বৃদ্ধির নানা কারণ, বিশেষ করে কোষ্ঠকাঠিন্য এর পিছনে ভূমিকা রাখে বলে ধারণা করা হয়।
প্রাথমিকভাবে রোগের হালকা থেকে মাঝারি পর্যায়ে চিকিৎসা হিসাবে রয়েছে আঁশ গ্রহণ, জলযোজন বজায় রাখতে মুখ দিয়ে তরল গ্রহণ, ব্যথা কমাতে এনএসএআইডি (স্টেরয়েড বহির্ভূত প্রদাহ নাশক ওষুধ) এবং বিশ্রাম। উপসর্গ গুরুতর হলে বা তা থেকে সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সত্ত্বেও উন্নতি না হলে ছোটোখাটো কয়েকটি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। এসব পদ্ধতি অবলম্বনের পর কারো উন্নতি না হলে তাদের জন্য রয়েছে শল্যচিকিৎসা। জনসংখ্যার অর্ধেকই জীবনের কোনো পর্যায়ে হেমোরয়েডস সংক্রান্ত সমস্যায় ভুগতে পারে। চিকিৎসায় সচরাচর ভালো ফল হয়।
#Haemorrhoids #পাইলসরোগেরচিকিৎসা #পাইলসথেকেমুক্তিরউপায় #piles #অর্শ্বরোগের চিকিৎসা
Welcome First Aid পল্লী চিকিৎসা YouTube channel
🙏যদি ভিডিওটি ভাল লাগে তাহলে দয়াকরে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন।
🙏Please
👍Like
🎞️ Share
👌 comment
📽️সম্মানিত দর্শক First Aid পল্লী চিকিৎসা একটি প্রাথমিক চিকিৎসা সেবা মূলক একটি ইউটিউব চ্যানেল ।আপনারা এই চ্যানেলটিতে প্রাথমিক রোগের চিকিৎসা সেবা গুলো পাবেন ।যা দেখে আপনাদের অবশ্যই উপকার হবে
( ইনশাআল্লাহ)
🙏Don't forget to subscribe my channel🛎️
🏄সুস্বাস্থ্য সর্ব সুখের মূল
🎁ধন্যবাদ
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: