গরম পিচ ছিটকে ঝলসে গেল একের পর এক শ্রমিক / workers injured inside factory / ANM News
Автор: ANM NEWS
Загружено: 2025-12-01
Просмотров: 19
Описание:
#worker, #factory, #injury
@ANMNEWSINDIA @anmnewsenglish6813
হরি ঘোষ, দুর্গাপুর: গরম পিচ ছিটকে জখম ৩। ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের গ্রাফাইট কারখানায়। ঘটনাস্থলে কোকওভেন থানার পুলিশ।
শ্রমিক সংগঠন সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে কাজ করছিল অভিজিৎ ভুঁই, উজ্জ্বল মুখোপাধ্যায় ও মৃণাল রায়। ওপরেও ওয়েল্ডিং এর কাজ হচ্ছিল। তখনই ওয়েল্ডিং এর আগুন পিচের সংস্পর্শে আসতেই তিনজন ঝলসে যায়। গুরুতর জখম হয় মৃণাল রায়। তিনজনকেই বিধান নগরের বেসরকারি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তারা চিকিৎসাধীন রয়েছে। মৃণাল রায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক তীর্থ মুখোপাধ্যায় বলেন, " তিনজনের অবস্থায় আশঙ্কাজনক রয়েছে। তাদের মধ্যে অত্যন্ত আশঙ্কাজনক মৃণাল রায়। চিকিৎসা চলছে। সকলেই আগুনে ঝলসে গেছে"। শ্রমিকদের নিরাপত্তার দাবি তুলে ক্ষোভে ফেটে পড়ে সিপিএম শ্রমিক সংগঠন সিটু।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: