"এটাই কি আমার ভুল"- এক অনুচ্চারিত ভালোবাসার গল্প |
Автор: প্রেমের ভোরাই 🌹 শূন্যর শূন্যস্থান
Загружено: 2025-11-22
Просмотров: 61
Описание:
এটাই কি আমার ভুল — সুব্রত পণ্ডিতের এক গভীর অনুভূতির কবিতা, যেখানে ভালোবাসা, স্মৃতি, স্বপ্ন, মমতা আর সংগ্রাম মিলেমিশে তৈরি করে এক অনুচ্চারিত গল্প।
এ কবিতা শুধু পড়া নয়—মন দিয়ে অনুভব করার।
প্রেমের ভোরাই (প্রথম খণ্ড)-এর একটি বিশেষ সৃষ্টি।
এই আবৃত্তিতে রয়েছে:
• মিতার স্মৃতিসুগন্ধে ভরা এক কোমল যাত্রা
• স্বপ্ন ও বাস্তবের মেলবন্ধন
• সংসারের হাসি–কান্নার অনাবিল ছবি
• ভালোবাসার দায়, অঙ্গীকার ও প্রশ্নবোধক শেষ রেখা
আপনি যদি কবিতা ভালোবাসেন—
তাহলে এই আবৃত্তি আপনাকে ছুঁয়ে যাবে নিশ্চিত।
Channel: @PremerVorai
আবেগে ভরা কবিতা, আবৃত্তি ও লিখিত সৃষ্টির নিবেদিত একটি ঘর।
লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।
Subscribe করে পাশে থাকুন।
এটাই কি আমার ভুল~
কলমে— সুব্রত পণ্ডিত
সংকলন— প্রেমের ভোরাই (প্রথম খণ্ড)
এক মিতা উড়ে গেল,
এক মিতা ঘর বাঁধলো।
গুরু দায়িত্ব নিয়ে
সুর–লয়–ছন্দে এগিয়ে চললো।
উড়তে উড়তে
কিছু কবিতা লিখে দিয়ে গেলো।
যখন একলা থাকবে—
স্মৃতিগুলোর ছবি আঁকো।
ভরা সংসারে
সাঁতার কাটতে কাটতে
পাবে নানা সাঁকো।
সাঁকো-গুলো খুবই গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করে।
খোলা জানালা দিয়ে তাকিও
আকাশ পানে— যাবে মন ভরে।
প্রভাত ও গোধূলি
তোমার মন দেবে রঙিন করে।
গাছ তোমার সঙ্গে কথা বলবে,
পাখি তোমায় নাচ দেখাবে।
ফুলগুলি তোমার জন্য
গন্ধ ছড়াবে—
বাতাসের আবেশে
ঘুমিয়ে পড়বে।
ঘুমিয়ে আমার স্বপ্ন দেখবে;
সকালে উঠে ভাববে—
স্বপ্ন তো
সত্যি হয় না।
কত সাধ, কত স্বপ্ন,
কত কাজ—
স্বপ্নপূরণে অঙ্গীকার।
সুখ–দুঃখ, হাসি–কান্নায় ভরা
সুখী আমার সাধের সংসার।
ছাদনা তলার লাজুক হাসি,
বাসর ঘরের মুচকি হাসি,
ছেলে–মেয়ের জন্য গর্বের হাসি,
সবাইকে ভালো রাখার হাসি।
হাসি-গুলি দেখে
হাসতে হাসতে
সময় কেটে যায় দুই বেলা।
বেলায়–বেলায় দেখা হলো
কত মেলা—
এখনো বাকি
কত খেলা।
রাতের অন্ধকারে
দুজনে সোহাগের কথা বলি।
কখনো জোছনা রাতে
গল্প করতে করতে
চাঁদ–তারাকে ভুলি।
ভুলি কি করে
আমাদের স্বপ্নগুলিকে—
যে সত্যি করতে হবে।
হাতে হাত মিলিয়ে,
কাঁধে কাঁধ মিলিয়ে
লড়াই চলবে।
আমার চোখের জলেতেও মিতা,
হাসিতেও মিতা খায় দোল।
মিতার তরে রেখেছি
আমার মনবাগানে
একটি গোলাপ ফুল।
একটি গোলাপ ফুলই
দিতে চাইছি মিতাকে—
এটাই কি আমার ভুল?।।
*----+
This poem is an original creation by Subrata Pandit. Any unauthorized use, reproduction, or redistribution of this content is strictly prohibited.
© 2025 Subrata Pandit. All rights reserved.
*--------+
#bengalipoetry #poetry #banglakobita #motivation #love #banglapoetry
#কবিতা #আবৃত্তি #subratapanditpoetry #sovanvoice
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: