যে কোনো ধরনের এলার্জির কার্যকরী ঔষধ! আর্টিকা ইউরেন্স 6xUrica Urens 6x Allergy Dropsহোমিওপ্যাথি ঔষধ?
Автор: Homoeoshifa
Загружено: 2022-10-16
Просмотров: 4386
Описание:
#এলার্জির জন্য আদর্শ ঔষধ
বর্ণনা
আর্টিকা ইউরেন্স 6X একটি হোমিওপ্যাথিক ড্রপস যা এলার্জিজনিত সমস্যা যেমনঃ ঠান্ডাজনিত এলার্জি ধূলাবালিজনিত এলার্জি খাবার খাওয়ার পর এলার্জি ইত্যাদিতে কার্যকরী ভূমিকা পালন করে। আর্টিকা ইউরেন্স 6X ড্রপস এলার্জিজনিত বিভিন্ন জটিলতায় চমৎকার ফলাফল প্রদান করে। বিশেষ করে যে সকল রোগীর শরীরে হঠাৎ চাকা চাকা হয়ে রেশ উঠে প্রচুর পরিমানে চুলকানি ও জ্বালা থাকে সে সকল রোগীর ক্ষেত্রে আর্টিকা ইউরেন্স 6X তাদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে। আর্টিকা ইউরেন্স 6X ঃ ইহা প্রায় সকল প্রকার এলার্জিতে কার্যকরী। এলার্জিতে প্রচুর চুলকানি জ্বালা ও কাটা ফোঁটার মত ব্যথা। হাত মুখ ও বুকের চামড়া ফুলে যাওয়া গরম অনুভূতি হওয়া ফুস্কুড়ি বের হয় আবার ঘুমালে ফুস্কুড়ি শরীরের সাথে মিশে যায় কিন্তু বিছানা থেকে উঠলে ফুস্কুড়ি বের হয়। খাবারের মধ্যে চিংড়ি কাঁকড়া ইলিশ মাছ গরুর মাংস বেগুন পালংশাক ইত্যাদি খাওয়ার পর এলার্জির বৃদ্ধি হওয়া।এ সকল ক্ষেত্রে ইহা অত্যন্ত কার্যকরী ফলাফল প্রদান করে।
রোগ নির্দেশনা
সকল ধরনের এলার্জি যেমন ঃ ঠান্ডাজনিত এলার্জি ধূলাবালিজনিত এলার্জি খাবারজনিত এলার্জি ইত্যাদিত।
সেবনমাত্রা ও সেবনবিধি
প্রাপ্তবয়স্ক ঃ ৩-৪ ফোঁটা অপ্রাপ্ত বয়স্ক ঃ ২-৩ ফোঁটা এবং শিশু ঃ ১-২ ফোঁটা করে দৈনিক ৩ বার আধা কাপ পানিতে মিশিয়ে আহারের পূর্বে অথবা রেজিঃ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য
পার্শ্বপ্রতিক্রিয়া
নির্ধারিত মাত্রায় সেবনে পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া যায়নি
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালীন সময়ে ইহা সেবনে এখন পর্যন্ত কোন প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া যায়নি।
হোমিওপ্যাথি চিকিৎসা টিপস পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন,homoeopath, যোগাযোগ, 01724229350
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: