“ভাগ্যের বন্ধ দরজাগুলোর রহস্য | গাউসুল আজমের হৃদয় কাঁপিয়ে দেওয়া উপদেশ”
Автор: Hikmah Hub
Загружено: 2026-01-15
Просмотров: 96
Описание:
আসসালামু আলাইকুম।
কখনো কি মনে হয়েছে—
আপনি জীবনের সব দরজায় কড়া নেড়েছেন,
সব দোয়া করেছেন,
সব আমল ও ওয়াজিফা পড়েছেন—
তবু কিসমতের তালা কিছুতেই খুলছে না?
এই ভিডিওটি শুধু একটি গল্প নয়—
এটি আপনার রূহের চিকিৎসা।
বাগদাদের সুলতান, হযরত গাউসুল আজম শেখ আবদুল কাদের জিলানী (রহ.)–এর তালীমের আলোকে এই দাস্তানে তুলে ধরা হয়েছে সেই চারটি গোপন তালা,
যেগুলো আমাদের নিজের অজান্তেই আমাদের তাকদীরকে বেঁধে রাখে।
এই ভিডিওতে আপনি জানতে পারবেন—
কেন দোয়া করেও ফল পাওয়া যায় না
কেন ইবাদত করেও অন্তরে শান্তি আসে না
কীভাবে নিজের অজান্তেই আমরা তাকদীরের দরজা বন্ধ করে রাখি
আর কোন চাবিতে খুলে যায় বন্ধ কিসমত
এই দাস্তান সেই মানুষদের জন্য— যারা ক্লান্ত,
যারা ভেঙে পড়েছে,
যারা ভাবে— “আল্লাহ কি আমাকে ভুলে গেছেন?”
👉 ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন।
হয়তো এই কথাগুলোই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে।
যদি এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায়— তাহলে একজন প্রিয় মানুষের সাথে শেয়ার করুন।
আপনার শেয়ার কারো জন্য নতুন আশার দরজা খুলে দিতে পারে।
🤍 আল্লাহ আমাদের সবাইকে তাঁর রজায় রাজি থাকার তাওফিক দিন।
আমিন। #গাউসুলআজম #শেখআব্দুলকাদেরজিলানী #রূহানিগল্প #ইসলামিকদাস্তান #কিসমতেরতালা #তাকদীর #ইসলামিকভিডিও #রূহানীশান্তি #দোয়াকবুল #ইবাদত #সুফিতালীম #ইসলামিকওয়াজ
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: