ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা ঘোষগাঁও ইউনিয়নের.জিগাতলা গ্রামের মোঃবিল্লাল রোড এক্সছিডেন্টে মারা গিয়াছে।
Автор: Stv channel vlog
Загружено: 2022-10-20
Просмотров: 157
Описание:
""ধোবাউড়া উপজেলা ঘোষগাঁও ইউনিয়নে দুর্ঘটনায় একজন নিহত! আহত-২
ঘোষগাঁও ইউনিয়নের জিগাতলা গ্রামে বিল্লাল হোসেন (১)দুর্ঘটনায় নিহত হয় (৩৫)
....#ইন্নালিল্লাহি_ওয়া_ইন্না_ইলাইহি_রাজিউন
বুধবার সকাল বেলা ১১ টার দিকে মুন্সিহাট টু হালুয়াঘাট মহাসড়কে ভুরাঘাট এলাকায় ব্রিজ এর সামনে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ডিজেল চালিত ইঞ্জিন আরোহী বিল্লাল হোসেন নিহত হয়েছে এবং মাসুদ ও অজ্ঞাতনামা গুরুতর আহত হয়ে হালুয়াঘাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, বিল্লাল হোসেন , মাসুদ ও অজ্ঞাতনামা সকালে কাজ করার উদ্দেশ্যে ইঞ্জিন চালিত গাড়ি দিয়ে কাঠ নিয়ে হালুয়াঘাট যাওয়ার সময়, ভুরাঘাট এলাকায় ব্রিজ এর সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ এর নিচে পড়ে যায় ঘটনা স্থলে এক জন মারা যায় গুরুতর আহত হন দুইজন পরে তাদেরকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়....//
ঘোষগাঁও ইউনিয়ন জিগাতলা গ্রামের মোঃ আব্দুল কাদিরের ছেলে নিহত বিল্লাল হোসেন এবং লাঙ্গল জোড়া গ্রামের মাসুদ রানা আহত হয়।
😭😭😭😭😭#sad #sambad
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: