জুলাবিব (রা:)চেহেরা দিয়ে নয় ঈমান দিয়ে নবী ও রাসুলের ভালোবাসা পেয়েছিল।
Автор: Saki's World
Загружено: 2025-11-17
Просмотров: 747
Описание:
জুলায়বিব (রাঃ)—একজন সাহাবী যাকে সমাজ কেউ গণ্য করত না।
না ছিল গোত্র, না বংশ, না সৌন্দর্য।
মানুষ তাকে এড়িয়ে চলত, কেউ পাত্তা দিত না।
কিন্তু রাসুল ﷺ তাকে সম্মান দিলেন, ভালোবাসলেন, তাঁর মর্যাদা মানুষকে বুঝিয়ে দিলেন।
একবার তিনি এক আনসারকে বললেন—
“আমি তোমার মেয়ের জন্য একজন প্রস্তাব এনেছি।”
আনসার ভেবেছিল মহান কেউ হবে।
কিন্তু জানতে পারলো—সে হলো জুলায়বিব।
মেয়ে বলল—
“যাকে নবী ﷺ পছন্দ করেন, আমি তাকে অস্বীকার করব কেন?”
এই ইমান ও বিনয় আল্লাহ এত পছন্দ করলেন—
যে জুলায়বিব (রাঃ) মাত্র কিছুদিন পর শহীদ হলেন।
রাসুল ﷺ তাঁর দেহ খুঁজে পেলেন,
তাঁকে বুকে নিয়ে বললেন—
“জুলায়বিব আমার, আর আমি জুলায়বিবের।”
কত সম্মান!
যাকে দুনিয়া পাত্তা দেয়নি—
আল্লাহ ও তাঁর রাসুল ﷺ তাকে বুকে জড়িয়ে নিলেন।
📌 শিক্ষা:
▪️ মানুষ নয়—আল্লাহ যাকে চান তাকেই সম্মান দেন
▪️ প্রকৃত দাম আসে ইমান থেকে
▪️ যাদের মানুষ হালকা ভাবে—আল্লাহ তাদেরই উঁচু করেন
▪️ নবী ﷺ এর কাছে ভালোবাসা—সর্বোচ্চ মর্যাদা
#Julaibib #Sahabi #IslamicReminder #IslamicMotivation #Seerah
Music:Music:Humming Nasheed Yt-Royalty free music (no copyright
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: