Newton এর তৃতীয় সূত্রের ব্যবহারিক প্রয়োগ ।। ক্রিয়া ও প্রতিক্রিয়া কি?With Animation😶🌫️
Автор: Lotus Feet Education
Загружено: 2024-03-11
Просмотров: 40
Описание:
উদাহণস্বরূপ-
কোন আরোহী নৌকো থেকে তীরে লাফ দিয়ে নামলে নৌকাটি পিছনের দিকে সরে যায় এক্ষেত্রে আরোহী নৌকার উপর পা দিয়ে একটি বল তথা ক্রিয়া প্রয়োগ করে এর ফলে নৌকাটি পিছন দিকে সরে যায় এবং নৌকাটি ও সমমানের বিপরীতমুখী প্রতিক্রিয়া আরোহী কে তীরে পৌছাতে সাহায্য করে l
মানুষ যখন পা দিয়ে অনুভূমির তলে হেঁটে যায় তখন পেছনদিকে তীর্যকভাবে মাটির উপর একটি বল প্রয়োগ করতে হয় মাটি ও প্রতিক্রিয়া স্বরূপ সমান ও বিপরীত বল প্রয়োগ করে এই ক্রিয়া প্রতিক্রিয়া বলেরই অনুভূমিক উপাংশ লোকটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আর উলম্ব উপাংশ লোকটির ওজনকে হ্রাস করে l
রকেটে অথবা জেট প্লেনে জ্বালানি দহনের মাধ্যমে রকেট এর পেছনে সরু নলের মধ্যে দিয়ে প্রচন্ড বেগে জ্বালানির গ্যাস বাইরে বেরিয়ে আসার ফলে বিপরীতমুখী প্রতিক্রিয়া বলের দরুন রকেটকে সামনের দিকে তীব্রভাবে গতিশীল করে।
#bengali #kolkata #madhyamic #science #physicalscienceinbengali #physics#wbboard #banglastudent#Lotusfeeteducation
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: