খালেদা জিয়ার সাজা বাড়াতে হাইকোর্টে দুদকের আপিল
Автор: RePoRtEr RaFi
Загружено: 2018-03-25
Просмотров: 9
Описание:
খালেদা জিয়ার সাজা বাড়াতে হাইকোর্টে দুদকের আপিল
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি
মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ
বছরের কারাদণ্ড আরও বাড়াতে আপিল আবেদন
করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার
হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, বয়স,
শারীরিক এবং সামাজিক প্রেক্ষাপট বিবেচনায়
খালেদা জিয়াকে বিচারিক আদালত কম সাজা
দিয়েছেন। এ রায়ে দুদক সংক্ষুব্ধ। তাই এ মামলায়
সাজা বৃদ্ধি চেয়ে আজ আবেদন হাইকোর্টের সংশ্লিষ্ট
শাখায় দাখিল করা হয়েছে।
খালেদার সাজা বাড়িয়ে কত বছর চাওয়া হবে জানতে
চাইলে খুরশিদ আলম খান বলেন, আইনে ৪০৯ ধারা
অনুযায়ী সর্বোচ্চ সাজা যাবজ্জীবন হওয়ার বিধান
রয়েছে।
এ মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড
দেন বিচারিক আদালত। তবে তার ছেলে বিএনপির
সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য
আসামিদের দশ বছর করে কারাদণ্ড দেন।
এর আগে নিম্ন আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে
হাইকোর্টে আপিল করেন বিএনপি প্রধান। এ আবেদনের
শুনানি নিয়ে গত ১২ মার্চ খালেদা জিয়াকে চার
মাসের জামিন দেন হাইকোর্ট। হাইকোর্টের দেওয়া
জামিন স্থগিত চেয়ে পরদিন ১৩ মার্চ আপিল বিভাগে
আবেদন করে রাষ্ট্রপক্ষ ও দুদক।
পরে আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান
ফয়েজ সিদ্দিকীর আদালত এ দুই আবেদনের শুনানির
জন্য ১৪ মার্চ দিন ধার্য করেন। এরপর ওইদিন আপিল
বিভাগ রাষ্ট্রপক্ষ ও দুদককে জামিনের বিরুদ্ধে লিভ টু
আপিল (আপিলের অনুমতি চেয়ে) দায়ের করতে বলে
চার মাসের জামিন ১৮ মার্চ (রোববার) পর্যন্ত স্থগিত
করেন। এ আদেশ অনুসারে পরের দিন ১৫ মার্চ
রাষ্ট্রপক্ষ ও দুদক লিভ টু আপিল দায়ের করেন।
এ আপিলের ওপর শুনানি হয় ১৮ মার্চ। শুনানি শেষে
আদেশের জন্য ১৯ মার্চ দিন ধার্য করেন আদালত। এদিন
রাষ্ট্রপক্ষ ও দুদকের লিভ টু আপিল মঞ্জুর করে
আপিলের অনুমতি দেন প্রধান বিচারপতির নেতৃত্বে
আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ।
একই সঙ্গে হাইকোর্টের দেওয়া জামিনের ওপর
স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এ আপিলের শুনানির জন্য
৮ মে দিন ধার্য করেন আপিল বিভাগ।
LIKE ➡ COMMENT ➡ SHARE ➡ SUBSCRIBE
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: