Best Kitchen in Bhastu. রান্নাঘর বাস্তুশাস্ত্র মতে.......
Автор: Vastu Milon
Загружено: 2021-06-24
Просмотров: 7657
Описание:
রান্নাঘর বাস্তুশাস্ত্র মতে সর্বাধিক মহত্ত্ব পূর্ণ ও গুরুত্ব পূর্ণ। রান্নাঘরে প্রবাহিত এনার্জি শুধু যিনি রান্না করবেন তাঁর উপরেই প্রভাব ফেলে না। যাঁরা সেই খাদ্য দ্রব্য গ্রহণ করেন তাঁদের উপরেও প্রভাব ফেলে। তাই বাস্তুর সঠিক স্থানে রান্নাঘর বানানো উচিত।
বাস্তুশাস্ত্র মতে সর্বাদিক উত্তম,প্রধান ও প্রথম স্থান হল অগ্নি কোন।
দুই হল বায়ব্য কোন।
তিন হল পশ্চিম দিক।
চার হল দক্ষিণ দিক।
উত্তর, ঈশাণ, পূর্ব, নৈঋত ও পোলার মেথড অনুযায়ী অন্যান্য দিক/কোনে রান্নাঘর বানাবেন না।
যদি থেকে থাকে আবশ্যিকভাবে কোন বাস্তু পরমর্শদাতা কে দেখিয়ে নেবেন। নহিলে বিপদ।
রান্নাঘর পরিস্কার, পরিছন্ন ও খোলমেলা রাখবেন।
গ্রানাঈট পাথর ব্যবহার করবেন না।
রান্নাঘরে ঢুকেই তৎক্ষণাৎ বিদ্যুতের সুইচ অন্ বা অফ্ করবেন না।
Bhastu milon চ্যনেল টি সাবক্রাইব করবেন।
পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।
নমস্কার।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: