ফজর ও মাগরিবের পর কষ্টকরে ১০০ বার পড়ুন । কপাল খুলে যাবে । ভাগ্য পরিবর্তন হবে । ধনী হয়ে যাবেন by Amol
Автор: Dini Amol
Загружено: 2023-03-15
Просмотров: 19294
Описание:
ফজর ও মাগরিবের পর কষ্টকরে ১০০ বার পড়ুন । কপাল খুলে যাবে । ভাগ্য পরিবর্তন হবে । ধনী হয়ে যাবেন #Dini_Amol
ফজর ও মাগরিবের পর আমল ও দোয়াঃ
মহান আল্লাহ্ তা’আলা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ফরয করেছেন আমাদের উপর। প্রত্যেক ফরয নামাজের পরই বিভিন্ন দুআ, যিকর এবং আমল আছে। এর মধ্যে আবার কিছু আমল আছে যেগুলো বিশেষ ওয়াক্তের নামাজের সাথে খাস।
যেমনঃ মাগরিবের নামাজের পরের আমল। আবার ফজরের নামাজের পরেও আমল রয়েছে। অনেকগুলো আমল এমন রয়েছে; যা প্রত্যেক ফরয নামাজের পর করতে হয়।
ধনী হওয়ার আমলঃ
যে দুআ ও প্রার্থনার বরকতে ফেরেশতাকুল এবং মানব জাতি স্ব স্ব জীবিকা প্রাপ্ত হয়ে থাকে।
বাংলা উচ্চারণ- সুবাহানাল্লহী ওয়া বিহামদীহি সুবাহানাল্লহীল আজীমী ওয়া বিহামদীহি আসতাগফিরুল্লাহ।
বাংলা অর্থ- আল্লাহ তা’আলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা গীতির সাথে তাকে স্মরণ করছি, মহান আল্লাহ তা’আলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা বর্ণনার সাথে আল্লহ্ তাআ’লার নিকট ক্ষমা প্রার্থনা করছি।
এ দুআ প্রতিদিন ফজরের নামাজের আগে কিংবা পরে ও মাগরিবের পর একশত বার করে পড়তে হবে, ইন শাল্লাহ আপনার অভাব দূর হবে।
মহান আল্লাহ্ আমাদের সকলকে আমলটি করার তাওফিক দিন । আমিন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: