ধানের জমিতে ইউরিয়া সার সাশ্রয়ে এলসিসি(LCC)’র ব্যবহার
Автор: কৃষি প্রসঙ্গ Krishi Prosongo
Загружено: 2022-09-06
Просмотров: 1628
Описание:
➡️ এলসিসি কী?
লিফ কালার চার্ট (এলসিসি) প্লাস্টিকের তৈরি চার কোঠাবিশিষ্ট একটি সবুজ রঙের স্কেল। এ স্কেলে সবুজ রং এর বিভিন্ন গাঢ়ত্বের ৪ টি তালিকা রয়েছে যা দিয়ে ধানের সবুজ পাতার রংএর সামঞ্জস্য বিশ্লেষন করে জমিতে ইউরিয়া সারের প্রয়োগ মাত্রা নির্ধারন করা হয়।
➡️ কেন এলসিসি ব্যবহার করবেন?
ক) এলসিসি ব্যবহারে রোপা আমন ধানে ফলন বাড়ে শতকরা ৬ ভাগ ও বোরো ধানে বাড়ে শতকরা ৭ ভাগ।
খ) এলসিসি ব্যবহারে রোপা আমনে শতকরা ২৫ ভাগ ও বোরো ধানে শতকরা ২৩ ভাগ ইউরিয়া কম লাগে।
গ) ধানের উৎপাদন খরচ কমে ও ফলন বাড়ে।
ঘ) এলসিসি ব্যবহারে জমিতে রোগবালাই এর আক্রমন কম হয়।
ঙ) এলসিসি ছোট, সহজে বহনযোগ্য এবং ব্যবহার পদ্ধতি সহজ।
➡️ এলসিসি ব্যবহার
ধান ক্ষেতে ইউরিয়া সার উপরি-প্রয়োগে এলসিসি’র ব্যবহার করা হয়।
▶️কখন ধান গাছের পাতার রঙ মাপতে হবে?
√বোরোতে রোপনের ২১ দিন পর থেকে ধান গাছের পাতার রঙ মাপা প্রথম শুরু করতে হবে।
√১০ দিন পর পর এলসিসি দিয়ে ধান গাছের পাতার রঙ মাপতে হবে।
√ থোড় অবস্থায় ধান গাছের পাতার রঙ শেষ বারের মতো মাপতে হবে।
প্রতিবার মাপার সময় একটি জমিতে এলসিসি দিয়ে মাপতে হবে-
➡️ ১০ টি গোছা এবং প্রতি গোছায় সবচেয়ে উপরের সম্পূর্ণরূপে প্রসারিত ও সুস্থ ১ টি কচি পাতা।
➡️ পাতার রঙ এলসিসির যে নম্বরের রঙের সাথে মিলবে সে নম্বরটিই পাতার এলসিসি মান।
➡️এলসিসি’র ক্রিটিক্যাল মান:
বোরো ধানে ৩ এর কম।
⏹️এলসিসি মাপের উপর ভিত্তি করে ইউরিয়া সার উপরি প্রয়োগের সঠিক সময় :
√১০ টি এলসিসি মানের মধ্যে কমপক্ষে ৬ টি বা তার বেশি যদি ক্রিটিক্যাল মানের কম হয় তাহলে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে।
√১০ টি এলসিসি মানের মধ্যে কমপক্ষে ৬ টি বা তার বেশি যদি ক্রিটিক্যাল মানের কম হয় তাহলে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে
➡️এলসিসি মাপের উপর ভিত্তি করে ইউরিয়া সার উপরি প্রয়োগের সঠিক পরিমান:
প্রতি উপরি প্রয়োগে প্রতি ৩৩ শতাংশে ৭.৫ কেজি ইউরিয়া
🚫সতর্কতা
ক) শুধু ইউরিয়া প্রয়োগের ক্ষেত্রেই এলসিসি ব্যবহার করা হয়। অন্যান্য সার অবশ্যই সুষম মাত্রায় ব্যবহার করতে হবে।
খ) ধানগাছ থেকে পাতা ছিঁড়ে এলসিসি’র মান নির্ণয় করা যাবে না।
গ) নির্বাচিত পাতাটি রোগ ও পোকামাকড়ের আক্রমণ মুক্ত হতে হবে। পাতার রঙ পরিমাপের সময় সূর্যের আলো এলসিসি’র উপর পড়লে মাপ সঠিক হবেনা। শরীরের ছায়ায় রেখে এলসিসি দিয়ে ধানগাছের পাতার রঙ মাপতে হবে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: